X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলন্ত দুই ট্রেনে পাথর নিক্ষেপ, নাক ফেটেছে কলেজশিক্ষকের

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১৮:৩৭আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত দুই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন। এর মধ্যে এক কলেজশিক্ষকের নাক ফেটে যাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আসাদুজ্জামান নামে এক কলেজশিক্ষক গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি তেজগাঁও কলেজের প্রভাষক। তার গ্রামের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়। মির্জাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয়। পরে ঘারিন্দা রেলস্টেশনে ট্রেন থামিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাথরের আঘাতে তার নাক ফেটে গেছে।

একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তার নাম-পরিচয় জানাতে পারেননি রেলস্টেশনের মাস্টার। এসব ঘটনায় ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‌‘মির্জাপুর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় একজন আহত হন। পরে ঘারিন্দা রেল স্টেশনে ট্রেন থামিয়ে আহত ব্যক্তিকে টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একজন আহত হন। তবে তার আহত গুরুতর নয়।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রিতম চন্দ্র দেব বলেন, ‘আহত আসাদুজ্জামানের নাকে গুরুতর আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে।’ 

/এএম/
সম্পর্কিত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
ফেসবুকে পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা