X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষ

সাভার প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২২:০৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:০৫

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে দুই জন আহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে আনজুমান গ্রুপের আঞ্জুমান ডিজাইনার কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, আঞ্জুমান গার্মেন্টসের কারখানার ঝুট ব্যবসা নিয়ে আবু সামা মৃধা ও বাহাদুর মৃধার দ্বন্দ্ব চলছিল। এর জেরে বিকালে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে বোমা বিস্ফোরণও ঘটে। এছাড়া কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ পাওয়া গেছে। 

আবু সামার মৃধা অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ দিন আঞ্জুমান কারখানার ঝুট ব্যবসা করে আসছেন। বিকালে বাসার পাশে নিজ অফিসে বসেছিলেন তিনি। এ সময় হঠাৎ বাহাদুর মৃধা ও রনিসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা অফিস লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়া অফিসে ভাঙচুর চালায়।এ সময় তাকে ও সোহেলকে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাহাদুর মৃধা বলেন, ঝুট ব্যবসা নিয়ে আবু সামার সঙ্গে বিরোধ চলে আসছিল। দুপুরে তার লোকজন হামলা চালায়। এরপর তিনিও হামলা চালান। তবে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন বাহাদুর মৃধা।

স্থানীয় দোকানি রিপন বলেন, স্থানীয় রনিসহ অন্তত ২৫ জনের একদল লোক মেম্বার প্রার্থী আবু সামার অফিসে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে তারা।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) তাওস খাঁন জনি বলেন, তাদের কারখানার পাশে গুলির শব্দ পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সোমবার দুই ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…