X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তিতাসের অভিযানে হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০৬ এপ্রিল ২০২২, ২১:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, আধুরিয়া এলাকায় একটি পয়েন্টে দুই হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেয়, ইটপাটকেল নিক্ষেপ করে। পরে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে তিতাসের আঞ্চলিক ম্যানেজার মিজবাহ উর রহমানসহ ১০ জন শ্রমিক-কর্মচারী আহত হন। পরে উত্তেজিত গ্রামবাসী পুলিশের উপরেও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, ‘একমাস আগে এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তারা পুনরায় সংযোগ নিয়েছে। যে কারণে আজকে এই অভিযান চালানো হয়েছে। আগামীতেও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘তিতাস কর্মকর্তারা যখন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান তখন এলাকাবাসী গ্যাস না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
উত্তর ও দক্ষিণখানে গ্যাস নেই, পাইপলাইন মেরামতের কাজ চলছে
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও