X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় পোশাকশ্রমিক হত্যা: গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৮:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৮:০৬

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে পোশাকশ্রমিক জাহিদ হাসান (২৮) হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

সোমবার (২৫ এপ্রিল) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো-ফতুল্লার মাসদাইর এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. রাকিব (২৫), মাসদাইর বাজারের মৃত মাঈনউদ্দিনের ছেলে মো. বাবু (২৮) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাকিল (২৮)।

এর আগে, সোমবার সকালে ফতুল্লা থানার মাসদাইর রোকেয়া খন্দকার স্কুলের সামনে থেকে জাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মনিরুল ইসলাম ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাবের উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, পোশাকশ্রমিক জাহিদ হত্যার ঘটনাটি দৃষ্টিগোচর হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১১। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাকিব, বাবু ও শাকিল নামের ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিন জন জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং তাদের মূল হোতা রাকিব ও সাব্বির। তাদের নেতৃত্বে চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। গত ২৫ এপ্রিল সকালে জাহিদ কর্মস্থলে যাওয়ার পথে ওই চক্রের কবলে পড়ে হত্যার শিকার হন।

র‍্যাব জানায়, চক্রটি শতাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা