X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর পুরু স্তর, দুর্ঘটনার শঙ্কা

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৮ এপ্রিল ২০২২, ১৬:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৩৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বালুর পুরু স্তর জমেছে। এ অবস্থায় মহাসড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। বালুর মধ্যে গাড়ির চাকা স্লিপ করে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন মোটরসাইকেল আরোহীরা।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উন্নয়ন কাজ ও বালুবাহী ট্রাক থেকে বালু পড়ে সড়কের দুইপাশে ডিভাইডার ঘেঁসে বালুর পুরু স্তর সৃষ্টি হয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশের তারটিয়া ওভারব্রিজ থেকে শুরু করে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই বালুর স্তর জমেছে। সড়কের দুপাশেই দুই থেকে তিন ফুট প্রশস্ত করে বিক্ষিপ্তভাবে বালুর পুরু স্তর জমে রয়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও সাধারণ যাত্রীরা।

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংখ্যাও বেড়েছে। দ্রুত গতির যানবাহনের কারণে মোটরসাইকেল আরোহীদের সড়কের কিনারা ঘেঁসে যেতে হয়। এই সময়ে বালুর মধ্যে মোটরসাইকেল স্লিপ করে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের ভেতরে দুইপাশে ডিভাইডার ঘেঁসে বিক্ষিপ্তভাবে বালুর পুরু স্তর জমেছে। কিন্তু সংশ্লিষ্টরা বালুগুলো পরিষ্কার করা হচ্ছে না। বালুর কারণে সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। অসংখ্য মানুষ রাজধানী থেকে মোটরসাইকেলযোগে গন্তব্যে ফিরছেন। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বালুর মধ্যে চাকা স্লিপ করে যেকোনও সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। দ্রুত এই বালু সরানোর দাবি জানান তারা।

মোটরসাইকেল আরোহী গোলাম রাব্বানী রাসেল বলেন, ‘বড় যানবাহনকে সাইড দিতে গিয়ে সড়কের কিনারা দিয়ে যেতে হয়। তখন বালুর ওপর দিয়ে মোটরসাইকেল চালাতে বাধ্য হই আমরা। তবে বালুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর সময় চাকা স্লিপ হয়। এতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ সড়কের বালু দ্রুত সরিয়ে ফেলার কথা বলেন তিনি। 

মোটরসাইকেল চালক রাশেদ মিয়া বলেন, ‘মহাসড়কের বিভিন্নস্থানে বালুর পুরু স্তর জমে আছে। ট্রাক থেকে বালু পড়ে ও সড়ক উন্নয়ন কাজের কারণে এই পুরুস্তরের সৃষ্টি হয়েছে। ঈদে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। বালুর কারণে মোটরসাইকেল আরোহীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। চাকা পিছলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, ‘আমাদের কাছে এখনও সড়কটি বুঝিয়ে দেওয়া হয়নি। বালুর বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হবে। তারা ব্যবস্থা নেবেন।’

সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-এ-আলম বলেন, ‘বালু সরানোর বিষয়টি আমাদের রুটিন কাজ। ঈদের আগ মুহূর্তে বালু সরানো সম্ভব না। আর মোটরসাইকেল মহাসড়কে ওঠার পারমিশন নেই। এটা সার্ভিস রোড দিয়ে যাওয়ার কথা। যদি কেউ ঝুঁকি নিয়ে যায়, সেটার দায় তার।’ সাধারণত গাড়ি চললে ৭ থেকে ১০ দিন পরপর এই বালুর স্তর পড়ে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ঈদে মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে
রেলের টিকিট কিনতে ৮ ঘণ্টায় দেড় কোটি হিট
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!