গাজীপুরের শ্রীপুরে রেল লাইনের ওপর ট্রাক থেকে ভারী লোহার অ্যাঙ্গেল পড়ে ট্রেন চলাচল বন্ধের চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে আবারও চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ মে) রাত ১১টা ৪০ মিনিটের দিকে অ্যাঙ্গেলগুলো সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনের পাশে গোসিঙ্গা এলাকা পার হওয়ার সময় মালবাহী ট্রাক থেকে রেল লাইনে লোহার অ্যাঙ্গেল পড়ে এই রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা আক্তার জানান, রেল ক্রসিংয়ে রেল লাইনের ওপর পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল সরিয়ে নেওয়ার পর রাত ১১ টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে তিনি জানান, উপজেলার গোসিঙ্গা এলাকার একটি স্টিল তৈরির কারখানা থেকে লোহার তৈরি বেশ কয়েকটি অ্যাঙ্গেল নিয়ে ট্রাক পৌরসভার ভাংনাহাটির নির্মাণাধীন একটি কারখানায় যাচ্ছিল। ট্রাকটি শ্রীপুর রেল স্টেশন এলাকার ক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের চাকা রেললাইনে আটকে যায়। এ সময় চালক ট্রাকটিকে সামনে নেওয়ার চেষ্টা করলে দুলতে থাকে। একপর্যায়ে ট্রাকের পেছনের অংশে অতিরিক্ত ভার থাকায় উল্টে যাওয়ার উপক্রম হয়। পরে পেছনে হেলে থাকা লোহার বড় বড় ১০টি অ্যাঙ্গেল পড়ে যায়। ভয়ে রেল লাইনের আশেপাশের দোকানদার ও লোকজন ছোটাছুটি করতে থাকে। এ সময় ট্রাকটি সামনের দিকে ঝাঁকুনি খেয়ে স্বাভাবিক হয়ে মাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। আশেপাশে লোকজন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন: