X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে ৩ জনের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৮:২০আপডেট : ১৯ মে ২০২২, ১৮:২০

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ও দুপুরে উপজেলার কুশুরা, সোমবাগ ও আমতা এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক বাবু (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কাইটামারা গ্রামের মৃত বদিরুদ্দিনের ছেলে ও ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামে মামার বাড়িতে থাকতেন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে হঠাৎ নিখোঁজ হয় ওমর ফারুক। পরে বৃহস্পতিবার দুপুরের নিজ বাড়ির পেছনের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এছাড়া সকালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজের বাড়ি থেকে জমেলা খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তার বাড়ির মূল ফটকের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, রাতের কোনও এক সময় ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।

অপরদিকে সকালে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার একটি আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান (৫০) নামে এক যাত্রী নিহত হন। তিনি কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। এ ঘটনার পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওরার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ধামরাই থানায় পৃথক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা