X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর নিরাপত্তায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২২, ১২:০৪আপডেট : ২৬ মে ২০২২, ১২:০৯

তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতুর নিরাপত্তা এবং দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে, হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে অনেক গাড়ি আটকে পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাবাজার ঘাট সূত্র জানায়, গত কয়েকদিন ধরে পদ্মায় স্রোত ও উচ্চতা বেশি থাকায় চালকদের ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। আজ সকাল থেকে নদীতে স্রোত তীব্রতর হয়। এ জন্য তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে সীমিতসংখ্যক ফেরি দিয়ে জরুরি সেবার যানবাহন ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছিল। আজ সকাল ৯টায় শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জলতা ও রোকেয়া নামে দুটি ফেরি আসলে আমরা সেগুলোকে লোড দিয়ে ওপারের উদ্দেশ্যে পাঠাই। এর পর পদ্মায় হঠাৎ স্রোত বেড়ে যাওয়ায় ফেরিগুলো চলাচল করতে সমস্যায় পড়ে। ওপার থেকে আর কোনও ফেরি আসেনি। তাই নৌ দুর্ঘটনা ও পদ্মা সেতুর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’

বাংলাবাজার ঘাটে মিরাজ নামে ঢাকাগামী এক প্রাইভেটকার চালক বলেন, ‘সকালে বাড়ি থেকে ঘাটে এসে দেখি, ফেরি চলাচল বন্ধ। তাই এখন বিকল্প পথে যাচ্ছি।’

এদিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদীতে অতিরিক্ত স্রোত থাকায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল করছে।

একই নদীতে দুই নৌপথের একটিতে ফেরি চালু রাখা এবং অন্যটিতে বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে বিধায় অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
বাবা-খালুর পর নিখোঁজ কিশোরের মরদেহও উদ্ধার হলো পদ্মা থেকে
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া