X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ফরিদপুর রুটে চললো বাস

ফরিদপুর প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৯:১৫আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:১৫

শ্রমিককে মারধরের ঘটনায় ফরিদপুর-ঢাকা ও অভ্যন্তরীণ রুটে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।

মালিক-শ্রমিক ও পুলিশ বিভাগের যৌথ আলোচনার পর আগামী ১১ জুন পর্যন্ত বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। মহাসড়কে ত্রি-হুইলার, মাহেন্দ্র চলাচল করতে দেওয়া হবে না- এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল ৪টা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, বোয়ালমারী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি লোকাল বাস সকাল ৯টার দিকে মাঝকান্দি নামক স্থানে পৌঁছালে যাত্রী ওঠানো নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রচালক আব্দুল মজিদের সঙ্গে বাগবিতণ্ডা হয় বাসের হেলপার রাসেলের। এ সময় আব্দুল মজিদ মিয়া হেলপার রাসেলকে লাঠি দিয়ে পিটিয়ে তার হাত এবং বাসের জানালার কাচ ভেঙে দেয়।

ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সোয়া ৯টা থেকে জেলা থেকে সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এরপর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা পরবর্তী সিদ্ধান্তের জন্য দফায় দফায় বৈঠক করে। দুপুরে মধুখালী থানা পুলিশ অভিযুক্ত মাহেন্দ্র চালক আব্দুল মজিদ মিয়াকে আটক করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

বিকাল সাড়ে ৩টার দিকে সংকট নিরসনে ফরিদপুর জেলা বাস মালিক সমিতির অফিসে বৈঠকে বসেন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও পুলিশের কর্মকর্তারা।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের জাকির বলেন, মাহেন্দ্র চালকরা দীর্ঘদিন মহাসড়কে সমস্যা সৃষ্টি করছে। এর একটা সমাধান হওয়া জরুরি। বাস শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদেরকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় তারা বাস চালু করেছে।

তিনি আরও বলেন, আগামী ১১ জুন সকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১১ জুন পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। ওই দিন পর্যন্ত তারা বাস চলাচল স্বাভাবিক রাখবে।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বলেন, মাহেন্দ্র চালককে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানায় মামলা করা হবে। ১১ জুন সবাই মিলে সিদ্ধান্ত নেবে থ্রি-হুইলার কোন সড়কে চলতে পারবে, কোন সড়কে চলতে পারবে না। ওই দিন সমাধান না হলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাহেন্দ্র চালক আব্দুল মজিদ মিয়াকে দুপুরে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তুহিন লস্কর বলেন, মাহেন্দ্র চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আটক করায় শ্রমিকরা শান্ত হয়েছে। তবে ১১ জুন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে থ্রি-হুইলারের বিষয়ে। সে পর্যন্ত শ্রমিকরা বাস চলাচল স্বাভাবিক রাখবে।

/এফআর/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা