X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এক ভোট পেলেন মেম্বার প্রার্থী

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১২:৫৮আপডেট : ১৭ জুন ২০২২, ১২:৫৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক সদস্য মোখলেছুর রহমান এবারও নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন তিনি।

১ নম্বর ওয়ার্ডের ভোটাররা ইছাদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। গত ১৫ জুন সন্ধ্যায় ওই ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম।

জানা গেছে, দ্বিতীয়বারের মতো নির্বাচন করেন মোখলেছুর রহমান। পোস্টার, মাইকিংসহ বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর ১৫ জুন ভোটগ্রহণ শেষে ফলাফলে জানতে পারেন, মাত্র এক ভোট পেয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৪৪৯। ভোট পড়েছে (কাস্টিং) এক হাজার ১২১টি। ওয়ার্ডে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোখলেছুর রহমান মাত্র এক ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে মোরগ প্রতীকে কহিনুর ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা জানায়, মোখলেছুর রহমানের স্ত্রী, তার বংশের ও শ্বশুরবাড়ির প্রায় ৫০টি ভোট রয়েছে। এই এক ভোট তাকে কে দিয়েছে, বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এজন্য আমি ও আমার স্ত্রীও ভোট দিইনি। হয়তো কেউ ভুলে ভোটটি দিয়েছেন।’  

প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে একটি ভোট পেয়েছেন। শুনেছি, তিনি প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান। এজন্য তিনি মাত্র এক ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে কহিনুর ইসলাম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী