X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধাক্কা লাগায় অটোচালককে হাতুড়িপেটা করলেন প্রকৌশলী

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২২, ২০:০৯আপডেট : ১৭ জুন ২০২২, ২০:০৯

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশাচালক হান্নান মিয়াকে হাতুড়িপেটা করেছেন এলজিইডি’র কালিয়াকৈর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী। 

শুক্রবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আহত অটোরিকশাচালক হান্নান মিয়া (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোহনপুর গ্রামের নসিম উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী সেলিম হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কালিয়াকৈর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, সকালে হান্নান মিয়া কালিয়াকৈর বাজার থেকে যাত্রী নিয়ে টিঅ্যান্ডটি এলাকা দিয়ে যাচ্ছিলেন। উপ-সহকারী প্রকৌশলী সেলিম হোসেন চন্দ্রা এলাকা থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থামিয়ে হান্নান মিয়াকে রিকশা থেকে নামিয়ে মারধর শুরু করেন সেলিম হোসেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে পরে আরও দুজনকে ডেকে এনে হান্নানকে হাতুড়িপেটা করেন।

এতে হান্নানের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, ওই রিকশাচালক ইচ্ছা করেই পেছন থেকে আমার মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে রাগ সামলাতে না পেরে তাকে আঘাত করেছি। হাতুড়ি কোথায় পেলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশেই হাতুড়ি ছিল, ওই হাতুড়ি দিয়ে আঘাত করেছি। তখন ক্ষুব্ধ হয়ে এমনটি করেছি। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল জানান, বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বলেন, অটোরিকশাচালককে হাতুড়িপেটার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত রিকশাচালক বা তার পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ দেয়নি। আমরা তার সর্বশেষ অবস্থার খোঁজখবর নিচ্ছি।

/এএম/
সম্পর্কিত
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি