X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আগামীকাল ১৭ কোটি মানুষের হৃদয় পড়ে থাকবে বাংলাবাজারে’

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৭:৫৭আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:০১

পদ্মা সেতুর উদ্বোধনের পর মাদারীপুরের শিবচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে মানুষের উপস্থিতির বিষয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘এলাকার মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখেছি। তাদের চাহিদা অনুযায়ী আমরা নৌযান পাচ্ছি না। আগামীকাল বাংলাদেশের ১৭ কোটি মানুষের হৃদয় পড়ে থাকবে এই বাংলাবাজারে। তবে সমাবেশে কত লাখ মানুষ অংশগ্রহণ করবে তা অনুমান করা সম্ভব না।’

শুক্রবার (২৪ জুন) সকালে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে সমাবেশস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘আমার নির্বাচনী এলাকা থেকে ২৫ থেকে ৩০ হাজার মানুষ জনসভায় আসার টার্গেট রয়েছে। তবে গত কয়েকদিনে মানুষের যে আগ্রহ দেখেছি, তাতে এর সংখ্যা আরও বেশি হবে। আমার নির্বাচনী এলাকা (শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য) সেই চাঁদপুরের কাছে। জনসভাস্থল থেকে অনেক দূরে। আমরা লোকজনের চাহিদা অনুযায়ী লঞ্চ পাচ্ছি না।’

তিনি বলেন, ‘আমার এলাকায় উৎসব বইছে। সেখান থেকে জনসভায় এক হাজার নারী আসার কথা রয়েছে। কিন্তু যে পরিমাণ আগ্রহ দেখছি তাতে কত হাজার নারী আসবে এর ঠিক নেই। প্রবাসীরাও অধীর আগ্রহে আছেন। সারা বিশ্বের বাঙালিদেরও মিলনমেলায় পরিণত হবে কালকের জনসভা। আগামীকাল বাংলাদেশের ১৭ কোটি মানুষের হৃদয় পড়ে থাকবে এই বাংলাবাজারে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নাহিম রাজ্জাক, ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আমরা সার্বক্ষণিক কাজ করছি। এই জনসভায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবে এটা বলতে পারি, কিন্তু কত লাখ মানুষ অংশগ্রহণ করবে তা অনুমান করা সম্ভব না। যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে শারীরিকভাবে যে সুস্থ থাকবে সেই জনসভায় অংশগ্রহণ করবে।’

এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা