X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বেড়েছে বাস ভাড়া, যাত্রীদের ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২২, ১৭:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৩৭

জ্বালানি তেলের দাম বাড়ানোয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে টিকিটপ্রতি ১৫-২০ টাকা করে ভাড়া বেড়েছে। রবিবার (৭ আগস্ট) শহরের বাস স্ট্যান্ডগুলোতে বাড়তি এই ভাড়া আদায় করতে দেখা গেছে। এদিকে ভাড়া বাড়ানোর ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব ১৯ কিলোমিটারের মতো। এই দূরত্বে ২০ টাকা হারে ভাড়া বাড়ানোর বিষয়টিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা।

স্ট্যান্ডগুলো ঘুরে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা উৎসব ও বন্ধন পরিবহন নামে নন এসি বাসে ২০ টাকা বেড়ে ৬৫ টাকা, বিআরটিসি বাস ১০ টাকা বেড়ে ৫০ টাকা, হিমাচল পরিবহনে ১০ টাকা বেড়ে ৫৫ টাকা, শীতল পরিবহন নামে এসি বাসে ১৫ টাকা বেড়ে ৮০ টাকা ভাড়া আদায় হচ্ছে।

বাস মালিকরা বলছেন- ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার, এর মধ্যে একটি ফ্লাইওভার আছে। সে হিসেবে ভাড়া বাড়ানো হয়েছে।

ভাড়া বাড়ানোর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। চাকরিজীবী সাজ্জাদ রোমন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে হুট করে ২০ টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের বেতন তো বাড়েনি, এটা অন্যায়। এসব দেখার কেউ নেই।

যাত্রী এসএম লিংকন বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ১৮-১৯ কিলোমিটার দূরত্বে ২০ টাকা ভাড়া কীভাবে বাড়ে? এভাবে তারা যাত্রীদের পকেট কাটছে, এটা মেনে নেওয়া যায় না। তেলের দাম বাড়ার ইঙ্গিত পেলেই মালিকরা ভাড়া বাড়িয়ে দেয়। এটা অন্যায় ও জুলুম।

বন্ধন পরিবহন বাসের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন বলেন, সরকারি নির্দেশনা মেনে আমরা ভাড়া আদায় করছি। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২০ টাকা বাড়িয়ে ৬৫ টাকা ভাড়া নিচ্ছি। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আমরা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছি। আমাদের কিছু করার নেই।

নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবির বলেন, বেশি ভাড়া আদায়ের সুযোগ নেই। সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করতে হবে। আমরা বিষয়গুলো দেখছি। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আমরা বসবো, কোনও জটিলতা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সারা দেশে ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে এখন করা হয়েছে দুই টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল দুই টাকা ১৫ পয়সা, এখন তা দুই টাকা ৫০ পয়সা। মিনিবাসের ভাড়া আগে ছিল দুই টাকা ৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
ঈদে মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে
ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে, আশা সেতুমন্ত্রীর
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা