X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্বশুরকে অপহরণের পর হত্যা, বনের ভেতরে লুকিয়ে রাখা হয় লাশ

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩২

গাজীপুরের কালিয়াকৈরে অপহরণ করে মুক্তিপণ চেয়ে না পেয়ে শ্বশুর ময়নাল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযুক্ত জামাই ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 

নিহত ময়নাল হোসেন (৭৫) উপজেলার টান কালিয়াকৈর গ্রামের ইব্রাহিমের ছেলে। গ্রেফতারকৃত মেয়ের জামাই শহিদুল ইসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতরিয়া গ্রামের আরজ আলীর ছেলে। তার সহযোগী আলী আকবর হিরা কালিয়াকৈরের পূর্ব চান্দরা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর দুপুরে শ্বশুর ময়নালকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় শহিদুল। ওই দিন সন্ধ্যা হয়ে গেলেও ময়নাল ও শহিদুল বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরদিন ময়নালের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় নিখোঁজের জিডি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়নাল ও শহিদুলের অবস্থান নিশ্চিত হয়ে আশুলিয়ার বাধাইল এলাকায় অভিযান চালায়। এ সময় প্রথম স্ত্রীর ভাইয়ের বাসা থেকে শহিদুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে কালিয়াকৈরের পূর্ব চান্দরা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে আলী আকবরকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার সকাল ৬টায় কাশিমপুর থানার ভবানীপুর এলাকার বনের ভেতর থেকে ময়নালের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।’

এসআই আনোয়ার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে ময়নালকে অপহরণ করে আশুলিয়ার বাধাইল এলাকায় শহিদুলের প্রথম স্ত্রীর ভাইয়ের বাসায় আটকে রাখা হয়। পরে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এরই মধ্যে তারা ময়নালের হাত-পা বেঁধে মুখে গামছা পেঁচিয়ে স্কচটেপ মুড়িয়ে বাইরে চলে যায়। কেন এভাবে রেখে গেছে জিজ্ঞাসা করলে তারা জানায়, যে কক্ষে তাকে রাখা হয়েছিল ওই বাসাটি ছিল পোশাকশ্রমিকদের মেস। যদি চিৎকার দেয় এই ভয়ে তারা এভাবে রেখেছিল। পরে বাইরে থেকে এসে দেখে ময়নাল মারা গেছে। ওই দিন রাতে লাশ ভবানীপুর এলাকায় বনের ভেতর ফেলে রেখে আসে তারা।’    

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ময়নালকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন ময়নালের মেয়ে শিল্পী আক্তার। টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি