X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিবচর যাচ্ছেন রাষ্ট্রপতি 

মাদারীপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১০:২১আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:৩২

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে শুক্রবার (৭ অক্টোবর) বিকালে তিনি দত্তপাড়ায় যাবেন। তার আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মাদারীপুর জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে ঢাকায় ফেরার পথে শিবচরের দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু মিয়া বলেন, ‘রাষ্ট্রপতি শিবচরে আসছেন। এতে করে এলাকাজুড়ে উৎসবের আমেজ ও সাজসজ্জা চলছে পুরোদমে।’

দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমান বলেন, ‘রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কের দুই পাশে অবস্থান করবো। এলাকার রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন স্থাপনায় রঙ করা হচ্ছে। বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত।’

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ মিয়া বলেন, ‘চিফ হুইপের পৈতৃক নিবাস দত্তপাড়ায় আসছেন রাষ্ট্রপতি। এলাকাজুড়ে তাই উৎসবের আমেজ। তিনি শিবচরে এসে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও কলেজের সামনের দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করবেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের কবর জিয়ারত করবেন। তার এই আগমনে আমরা গর্বিত।’

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

/এসএইচ/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী