X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৮:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮:১৪

সাভারের ধামরাইয়ে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে রতন কুমার সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা। শিশুটি সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ। তিনি বলেন, রতন কুমার গত শুক্রবার বিকালে বাড়ির পাশের পরিত্যক্ত ভিটায় শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ শিশুটির মায়ের। রতন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে ও সবজি বিক্রেতা।

শিশুটির মা বলেন, ‘বাসায় ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মেয়ে। কারণ জানতে চাইলে ধর্ষণের কথা জানায়। তখন উপজেলার নান্নার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানাই। তিনি রতন সাহাকে ডেকে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে চিকিৎসার জন্য মেয়েকে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রতন সাহা।’

তিনি আরও বলেন, ‘ওই দিন নুরুল ইসলাম মেম্বার আমাকে বলেছিলেন মেয়ে সুস্থ হলে বিষয়টি মীমাংসা করে দেবেন। কিন্তু এরপর কোনও যোগাযোগ করেননি। এজন্য মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা করা যায় কিনা জানতে চাইলে ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘আমি মীমাংসা করে দেওয়ার কথা বলিনি। উভয়পক্ষ ঘটনার পরদিন বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিল। তখন বলেছিলাম, আগে মেয়েটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হোক, পরে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এজন্য তাৎক্ষণিক অভিযুক্তের কাছ থেকে দুই হাজার এবং আমি তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছি।’

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, শিশুটির মা মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া