X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো ফল ব্যবসায়ীর

শরীয়তপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ২২:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২২:৩৩

শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য বাদশা সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতা চলছে। যা নিয়ে শুক্রবার তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা ও ছেনদা-রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উভয় পক্ষের সমর্থকরা কমপক্ষে ৫০-৬০টি হাতবোমা, ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া উভয় পক্ষের সমর্থকরা কমপক্ষে ২০টি ঘর ভাঙচুর করে। এ সংঘর্ষে বোমার আঘাতে স্থানীয় খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) একজন নিহত হয়েছে। কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফিরোজ সরদার বাদশা সরদার গ্রুপের সমর্থক। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। ঢাকায় ফলের ব্যবসা করতেন।

আহতদের মধ্যে হলেন- বাদশা সরদার গ্রুপের হাবিব সরদার (৪৩), যার পায়ে টেঁটা বিদ্ধ হয়েছে। এ ছাড়া দেলোয়ার সরদার গ্রুপের রফিক সরদার (৪৫), যার চোখে-মুখে টেঁটা বিদ্ধ হয়েছে।

জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দিন বলেন, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ছাড়া কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…