X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘দাপট দেখাতে’ ছাত্রকে পিটিয়ে টিকটক ভিডিও কিশোর গ্যাংয়ের

মাদারীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ০৩:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৩৮

মাদারীপুরের শিবচরে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের ক্ষমতার দাপট দেখাতে শিক্ষার্থীকে মারধর করে সেই ভিডিও নিজেরাই সর্ট ভিডিও শেয়ারিং সাইট টিকটকে ছড়িয়ে দিচ্ছে। ‘রাহুল গ্যাং’ নামে পরিচিত একটি চক্র এ ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে রাহুল গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও আমলে নেয়নি পুলিশ, এমন দাবি ভুক্তভোগী পরিবারের।

এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপারের কাছে একটি লিখিত আবেদনপত্র দেওয়া হয়েছে।

‘রাহুল গ্যাং নামে এ গ্রুপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা যায়, একজন কিশোরকে লাঠি দিয়ে মারধর করছে পাঁচ-সাত জনের একটি দল। এ সময় বলতে শোনা যায়, ‘মাঝেমধ্যে নিজেদের হ্যাডম দেখানোর জন্য এগুলো করা উচিত। রাস্তা থেকে কুত্তা ধইরা এনে বাইড়াইয়া বাইড়াইয়া সাইজ করা উচিত।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর এই দলের কয়েকজন সদস্য সাইলেন্সারবিহীন মোটরসাইকেল নিয়ে বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এ সময় সড়কের কাদাপানি ছিটকে গিয়ে পড়ে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিব মাহমুদ দীপুর গায়ে। এ নিয়ে ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে তারা দীপুকে ব্যঙ্গবিদ্রুপ এবং গালিগালাজ করে। 

এরই জের ধরে ২৬ অক্টোবর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে উপশহর এলাকায় গতিরোধ করে পাশে নির্জন জায়গায় নিয়ে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। দীপুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

দীপুর অভিযোগ, ‘কোনও ব্যক্তিগত বিরোধ না থাকা সত্ত্বেও আমাকে মারধর করা হয়েছে। এমনকি যারা আমাকে মারধর করেছে তাদের নামও জানতাম না। পরে ওই গ্যাংয়ের প্রধান রাহুল ও সহযোগী ফাহাদ, আবদুল্লাহ, হামজা এ চারজনের নাম জানতে পারি। এই চার জন ছাড়া আরও আট থেকে ১০ জন রাহুল গ্যাং নামে একটি গ্রুপের সদস্য। এরা নিজেদের ক্ষমতা প্রকাশের জন্য টিকটক ও ফেসবুকে মারধরের ভিডিও প্রকাশ করে থাকে।’

দীপুর বাবা আবুল হোসেন মৃধা বলেন, ‘আমার ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও তা এফআইআর করা হয়নি, বরং অভিযোগ দেওয়ায় আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পরই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/ইউএস/
সম্পর্কিত
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বশেষ খবর
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী