X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারী কিছুর আঘাতে আ.লীগ নেতার প্রাণ গেছে, ধারণা চিকিৎসকের 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ১৮:০৮আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৮:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ময়নাতদন্তকারী আবাসিক চিকিৎসক ডা. মফিজ উদ্দিন প্রধান নিপুন। রবিবার (১৩ নভেম্বর) বিকালে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।  

দুরন্ত বিপ্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। দক্ষিণ কেরানীগঞ্জে তার কৃষি খামার রয়েছে।

ময়নাতদন্ত শেষে চিকিৎসক ডা. মফিজ উদ্দিন প্রধান নিপুন গণমাধ্যমকে জানান, লাশের মাথার পেছন দিকে আঘাতের গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বুকের দুই পাশেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথার পেছনে ভারী কোনও বস্তু দিয়ে আঘাতে তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। 

বুড়িগঙ্গায় উদ্ধার লাশটি আওয়ামী লীগ নেতা বিপ্লবের

এর আগে, শনিবার বিকালে বুড়িগঞ্জা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। সে সময় তার পরিচয় মেলেনি। পরে রাতে স্বজনরা তার লাশ শনাক্ত করেন।

দুরন্ত বিপ্লবের ছোটভাই দূর্জয় বলেন, রাজধানীর মোহাম্মদপুরে ছোটভাইয়ের বাসায় মাকে দেখতে যাওয়ার কথা বলে গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দূরন্ত বিপ্লব। এরপর থেকে তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ৯ নভেম্বর কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর দুইদিন পর ১২ নভেম্বর (শনিবার) বিকালে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পাগলা নৌ-থানা পুলিশ। খবর পেয়ে রাত ১২টার দিকে মর্গে ঘিয়ে বড়ভাইয়ের লাশ শনাক্ত করা হয়।

তবে স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বাংলা ট্রিবিউনকে জানান, নদী পারাপারের সময় দুই ট্রলারে ধাক্কা লেগে একজন নদীতে পড়ে যান। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল রাতে নিহতের পরিচয় পাওয়া গেছে। তার নাম দুরন্ত বিপ্লব। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা