X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫

রাজবাড়ীতে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালীতে বোরো ধানের আবাদের লক্ষ্যে ৫৩১ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। কিন্তু একটানা ১৮ দিন ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় এসব বীজতলার অধিকাংশই নষ্ট হয়েছে। সবুজ বীজতলা এখন ফ্যাকাশে, লালচে ও পচে নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কোনও কোনও স্থানে ধানের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই কুয়াশা ও শীতে পচে গেছে।

অতিরিক্ত কুয়াশায় পলিথিনের ব্যবহার ও সেচ দিয়েও রক্ষা করা যায়নি বীজতলাগুলো। বেশি দামে ধানের চারা কিনে ধান রোপণ করা ছাড়া কোনও উপায় দেখছেন না কৃষকরা। এখন আর বোরো আবাদ করার বীজতলা তৈরির সময় হাতে নেই। এ কারণে বোরো ধান আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। লোকসানের কারণে সরকারি সহযোগিতার আশা করছেন কৃষকরা। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ বছর বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ হেক্টর বেশি বীজতলা তৈরি হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৭৫ হেক্টর, সেখানে আবাদ বেড়ে ৫৩১ হেক্টর আবাদ হয়েছে।

তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকার কৃষক হুমায়ুন আহম্মেদ বলেন, ‘ঘন কুয়াশা ও শীতের কারণে বেশিরভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন আর সময় নেই আবার বীজতলা তৈরি করে ধান আবাদ করার। এখন বেশি দামে চারা কিনে ধান আবাদ করা ছাড়া কোনও পথ নেই।’

হুমায়ুনের মতো কোবাদ, কাশেম, হোসেন, নেয়ামতসহ আরও অনেক কৃষক বোরো বীজতলা চাষ করে লোকাসানের মুখে পড়েছেন। তারা এখন কৃষি অফিসের সহযোগিতা কামনা করছেন।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এস এম সহীদ নুর আকবর বলেন, ‘বোরোর বীজতলায় শীত ও কুয়াশায় ক্ষতির সম্মুখীন হলে সেচ দিয়ে সারাদিন ভিজিয়ে রেখে সন্ধ্যায় পানি ছেড়ে দিতে হবে এবং শুকনো স্থানে বীজতলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এতে কৃষকরা বীজতলার ক্ষতির মুখে পাড়বে না।’

/এসএইচ/
সম্পর্কিত
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
হাত ঘুরলেই বাড়ে দাম, বৃথা ঝরে কৃষকের ঘাম
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’