X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শিশুটিকে হত্যা করে ৪০ দিনের চিল্লায় যায় নাসির

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ২০:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:৫২

গাজীপুরে ‌ধর্ষণের সময় চিৎকার দেওয়ায় ছয় বছরের এক শিশুকে হত্যা করেছিল মুরগির দোকানের কর্মচারী নাসির মিয়া (২৮)। ঘটনার এক বছর দুই মাস পর নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই অভিযুক্ত যুবক। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

হত্যাকাণ্ডের শিকার শিশুটি পুবাইল থানার এক দম্পতির ছেলে। নাসির নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাপুর জমিদার হাট গ্রামের কামাল মিয়ার ছেলে। পুবাইলের মাজুখান বাগেরটেক এলাকার বাসিন্দা মো. ফারুকের মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো নাসির।

পিবিআই জানায়, পুবাইলে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বরে দুপুরে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন উত্তরপাড়া থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় শিশুটির নানি অজ্ঞাতদের আসামি করে পুবাইল থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘উত্তরপাড়ায় মো. ফারুকের মুরগির দোকানে কর্মচারীর কাজ করতো নাসির। ফারুক দোকানে ঠিকমতো সময় দিতো না। নাসির নিজেই মুরগি ও মুরগির খাবার বেচাকেনা করতো। ফিড খেয়ে ফেলার সময় মুরগি তাড়ানোর জন্য খেলনা পিস্তল দিয়ে মুরগিকে লক্ষ্য করে গুলি ছুড়তো। মাঝে মধ্যে তার দোকানে আসতো এবং খেলনা পিস্তলের ছোড়া গুলি কুড়িয়ে আনতো শিশুটি। ফলে শিশুটিকে মাঝে মধ্যে চিপস কিনে দিতো। নাসিরকে “মুরগি চাচ্চু” বলে ডাকতো শিশুটি।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘নাসির একই মহল্লায় ভাড়া বাসায় থাকতো। গত ২৫ নভেম্বর বাসায় ল্যাপটপে পর্নো ছবি দেখছিল নাসির। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় শিশুটি তার কক্ষে যায়। তখন নাসির ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মুখ চেপে ধরলে শিশুটি মারা যায়। এরপর শিশুর লাশ খাটের নিচে রেখে দরজা লাগিয়ে বাইরে চলে যায়। পরদিন ভোরে লাশ সালাম মুন্সির বাড়ির পাশে ফেলে রেখে যায়। ঘটনার তিন দিন পর এলাকা ছেড়ে চট্টগ্রামে চলে যায় নাসির। দুদিন পর চট্টগ্রাম থেকে ফিরে ৪০ দিনের চিল্লায় চলে যায় নাসির। দীর্ঘদিন তদন্ত শেষে শিশুটিকে হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। একইসঙ্গে নাসিরকে গ্রেফতার করা হয়।’

নাসির বিকৃত মানসিকতাসম্পন্ন উল্লেখ করে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘ল্যাপটপে পর্নো ছবি দেখে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করে হত্যাকাণ্ড ঘটায় নাসির। গত সোমবার মাজুখান এলাকা থেকে নাসিরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে নাসির হত্যায় জড়িত বলে স্বীকার করে। বৃহস্পতিবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন