X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দর্শনার্থীতে জমজমাট কারুশিল্প মেলা, ব্যবসায়ীদের মুখে হাসি

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
২০ জানুয়ারি ২০২৩, ২২:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২:১৯

ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলার তৃতীয় দিন শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়। সন্ধ্যার পর আরও ঢল নামে। দোকানে দোকানে চলছে কেনাবেচা। এতে ব্যবসায়ীদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে।

গত ১৮ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক মাসব্যাপী মেলা শুরু থেকে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণে ছিল মুখর।

এদিকে লোকজ উৎসবের নানা সাংস্কৃতিক আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা। দিন যত যাচ্ছে, লোকসমাগম ততই বাড়তে শুরু করেছে।

দর্শনার্থীতে জমজমাট কারুশিল্প মেলা, ব্যবসায়ীদের মুখে হাসি

আয়োজক সূত্রে জানা গেছে, আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করেছে। এবারের মেলায় কারুশিল্পী প্রদর্শনীসহ ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা, লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, যাত্রাপালা, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভান্ডারী, মুর্শিদি গান, গায়েহলুদের গান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তি-মারফতি গান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, কাঠের কারুশিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুলনাচ, বায়স্কোপ, নগরদোলা, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেলায় প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্ত সব গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্প প্রদর্শনী, মৃৎশিল্পের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন রয়েছে।

দর্শনার্থীতে জমজমাট কারুশিল্প মেলা, ব্যবসায়ীদের মুখে হাসি

ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে মেলায় ঘুরতে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। বাংলার নানা ঐতিহ্যবাহী জিনিস দেখে খুব ভালো লাগছে। সব স্টল ঘুরে ঘুরে দেখেছি। আমার স্ত্রীর জন্য একটি জামদানি শাড়ি কিনেছি। আর কিছু সৌন্দর্যবর্ধক পণ্য কিনেছি। তবে আজ ছুটির দিন হওয়ার মেলায় অনেক লোকসমাগম হয়েছে। এ কারণে একটু বেশি ভিড় হয়েছে।

রাজশাহী থেকে এসে মেলায় নকশিকাঁথার বাহারি পণ্য দিয়ে স্টল সাজিয়েছেন পারভীন আক্তার। ‘রাজশাহী নকশিঘর’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। তবে কারুশিল্প মেলায় তার স্টলের নাম দেওয়া হয়েছে ‘সন্ধ্যামালতী’।

পারভীন আক্তার বলেন, ‘মেলার শুরু অনুযায়ী বেচা-বিক্রি ভালো হয়েছে। তবে ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যা বেশি। অনেকে আমার নানা পণ্য পছন্দ করে যাচ্ছেন, পরে এসে কিনে নিয়ে যাবেন। আমার এখানে ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার নকশিকাঁথা পণ্য রয়েছে। আশা করছি এবারের মেলায় আমার স্টলের নকশিকাঁথার মনোমুগ্ধকর ডিজাইন বেশ সাড়া পাবে, ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে।’

দর্শনার্থীতে জমজমাট কারুশিল্প মেলা, ব্যবসায়ীদের মুখে হাসি

রংপুর থেকে শতরঞ্জির নানা পণ্য নিয়ে মেলায় দোকান সাজিয়েছেন আনোয়ান হোসেন। তিনি বলেন, ‘শতরঞ্জি আইটেমের বিভিন্ন পণ্য দিয়ে দোকান সাজানো হয়েছে। ব্যাগ, জায়নামাজ, পাপস, টেবিল ম্যাটসহ নানা পণ্য তোলা হয়েছে। কটন সুতাসহ নানা সুতা দিয়ে এসব পণ্য তৈরি করা হয়েছে। ২৫০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা দামের পণ্য রয়েছে। আজ মেলায় অনেক লোক হয়েছে। তাই বিক্রি বেশি হয়েছে। আশা করছি, দিন দিন বিক্রির পরিমাণ বাড়বে।’

এর আগে দুপুর থেকে বিকাল পর্যন্ত মেলা প্রাঙ্গণে ‘ও-পেন্টি বায়োস্কোপ’ ও ‘ইচিং-বিচিং’ নামের দুটি গ্রামীণ হারিয়ে যাওয়া খেলায় অংশ নিয়েছে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এদিকে শেষ বিকালে মেলায় লোকজ উৎসবের নানা আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া থেকে আসা ২০ জন লালন শিল্পী একক ও দলীয় সংগীত পরিবেশন করেছেন। পাশাপাশি বাউলগান পরিবেশন করেছেন তারা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার এ কে এম মুজাম্মিল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় মেলায় অনেক লোকসমাগম হয়েছে। আর লোকজ উৎসবের আয়োজনে রয়েছে কুষ্টিয়ার লালন একাডেমির লালনসংগীত। তাদের ২০ জন শিল্পী একক ও দলীয় লালনগান পরিবেশন করেন।’

দর্শনার্থীতে জমজমাট কারুশিল্প মেলা, ব্যবসায়ীদের মুখে হাসি

আয়োজন সূত্রে জানা গেছে, মেলা উপলক্ষে ১০০ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জামদানি শাড়ি, নকশিকাঁথাসহ সব ধরনের হস্তশিল্প এখানে রয়েছে। মেলায় উদ্যোক্তাদের ১০টি স্টলসহ মোট ১০০টি স্টল রয়েছে। এ ছাড়া মেলায় ৩২টি স্টলে ৬৪ জন কারুশিল্পী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। তাদের মধ্যে রাজশাহী জেলার শাকের হাঁড়ি, সোনারগাঁয়ের জামদানি শাড়ি, মৌলবীবাজারের শিতল পাটি ছিল উল্লেখ্যযোগ্য। আর লোকজ উৎসবের আয়োজন হিসেবে প্রতিদিন বিকাল থেকে একক পরিবেশনা ও দলীয় পরিবেশনা থাকবে। এক মাসব্যাপী এই অনষ্ঠান চলমান থাকবে।’

প্রসঙ্গত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলার জন্য অতিরিক্ত কোনও টিকিট কাটতে হবে না। শুধু প্রবেশ ফি দিয়ে মেলায় ঘুরতে পারবেন। এ ছাড়া বিকাল ৫টার পর থেকে কোনও প্রবেশ ফি নেই। মাসব্যাপী এই মেলা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

/এনএআর/
সম্পর্কিত
চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল থেকে
ঢাকায় প্রাণিসম্পদ মেলা শুরু বৃহস্পতিবার
যশোরে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন