X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘কোনোদিন নারী দিবসের কথা শুনিনি’

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৮ মার্চ ২০২৩, ২৩:৫১আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২৩:৫১

‘কোনোদিন নারী দিবসের কথা শুনিনি। এই প্রথম শুনলাম। নারী দিবসে কী হয়, তাও জানি না। মাঠ-ঘাটে কাজ করেই সময় যায়। টাকা পাই কাজ করি। কাজ না করলে পেটে ভাত জুটবে না—এটাই আমাগো দিবস।’ 

এভাবেই কথাগুলো বললেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গাজীর দোকান এলাকার এফএফপি ইটভাটার শ্রমিক দুর্গা রানি সরকার (৫৫)।

দুর্গা রানি বাসাইলের মিরিকপুর গ্রামের মৃত কার্তিক রাজবংশীর স্ত্রী। প্রায় তিন বছর ধরে ইটভাটায় শ্রমিকের কাজ করছেন। আন্তর্জাতিক নারী দিবসে বুধবার (৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, দুর্গা রানি ছাড়াও এই ইটভাটায় কাজ করছেন ফুলমালা রানি, জয়ন্ত্রী রানি, মালুতি সরকার, লক্ষ্মী রানি ও মমতা রানি।

দুর্গা রানি বলেন, ‘কোনোদিন নারী দিবসের কথা শুনিনি। আজ প্রথম শুনলাম। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে আসি, সন্ধ্যায় ফিরি। টাকা কামাচ্ছি, সংসার চলছে। টাকা কামানো বাদ দিলে সংসার চলবে না। তবে নারীদের জন্যও একটি বিশেষ দিবস আছে, কথাটি শুনে ভালোই লাগলো। এই দিনে সরকারিভাবে ছুটি থাকলে ভালোই হতো। মাঠপর্যায়ে নারী দিবসের কথা সব নারীকে জানানো উচিত। আমার মতো অনেকে দিবসটির কথা জানে না।’  

আন্তর্জাতিক নারী দিবসের কথা প্রথম শুনেছেন ইটভাটার এসব শ্রমিক

প্রায় চার বছর আগে স্বামী মারা গেছেন উল্লেখ করে দুর্গা রানি বলেন, ‘আমার কোনও সন্তান নেই। এজন্য স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়েছে। যে টাকা উপার্জন করি, সেখান থেকে সংসার চালিয়ে কিছু জমা রাখি। এই ভাটায় নারী-পুরুষের মজুরি সমান। এখানে বৈষম্য করা হয় না। অন্যান্য ভাটায় নারী-পুরুষের মজুরি বৈষম্য আছে।’ 

‘স্বামীর মৃত্যুর পর চেয়ারম্যান-মেম্বারের কাছে বিধবাভাতার কার্ডের জন্য অনেক ঘুরেছি। কিন্তু আজ পর্যন্ত দেয়নি’ অভিযোগ দুর্গা রানির। 

একই ইটভাটায় শ্রমিকের কাজ করেন বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের মৃত অমল সরকারের স্ত্রী মালুতি সরকার। তিনি বলেন, ‘আমার স্বামী মারা গেছেন প্রায় এক বছর আগে। আমার সাত বছরের এক মেয়ে রয়েছে। বর্তমানে তাকে নিয়েই সংসার। স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব পড়ে আমার কাঁধে। দিশা না পেয়ে ইটভাটায় কাজ শুরু করি। এখানে ৪৫০ টাকা মজুরি পাচ্ছি। এখনও বিধবাকার্ড বা সরকারি অনুদান পাইনি।’

নারী দিবসের কথা কখনও শুনিনি উল্লেখ করে মালুতি সরকার বলেন, ‘এই দিবসে কী হয় বা কী করে তাও জানি না। দিবসের কথা শুনে কী লাভ হবে। একদিন কাজ বন্ধ থাকলে মেয়ের পড়াশোনা ও সংসার চলবে না। তবে এখন ৪৫০ টাকা দিয়ে বাজার করা কঠিন। মজুরি বাড়ানো প্রয়োজন।’

একই ভাটায় কাজ করেন ফুলমালা রানি ও তার স্বামী জিতেন চন্দ্র সরকার। ফুলমালা বলেন, ‘আমাদের এক ছেলে ও এক মেয়ে। স্বামীর একা উপার্জনের টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। এজন্য নিজেও ভাটায় শ্রমিকের কাজ করি। কবে কোন দিবস যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। পেটের ক্ষুধা ও স্বামী-সন্তানদের নিয়ে বেঁচে থাকার তাগিদে কাজ করি। তবে নারী দিবসের কথা শুনে খুশি হলাম। নারী দিবসের কথা প্রত্যেক নারীকে জানানো প্রয়োজন। এজন্য যার যার কর্মস্থলে বা প্রত্যেক এলাকায় নারী দিবসের অনুষ্ঠান করা দরকার। এতে নারীদের গুরুত্ব বাড়বে।’

সারাদিন ইটভাটায় কাজ করে ৪৫০ টাকা মজুরি পান তারা

একই এলাকায় অবস্থিত মেসার্স ডিপিএস এন্টারপ্রাইজ নামের আরেকটি ইটভাটায় কাজ করেন জল্পনা রানি, ঝুমা রানি, রেনু রানি ও শোভা রানি। জল্পনা রানি বলেন, ‘সকাল ৭টায় কাজে যোগ দিই। বিকাল সাড়ে ৪টায় কাজ বাদ দিয়ে বাড়িতে যাই। একদিন কাজ বাদ দিলে সংসার চলে না। স্বামী মারা গেছেন প্রায় আট বছর আগে। দুই সন্তানও ছোট। তাই সংসারের হাল আমাকেই ধরতে হয়েছে। নারীরা সমাজে অবহেলিত। এই ভাটাতে পুরুষের সঙ্গে নারীদের মজুরির বৈষম্য আছে। নারী শ্রমিকের মজুরি ৪৫০ টাকা ও পুরুষের ৫০০। নারীরা ভারী কাজ করতে পারে না, এমন অজুহাতে বেতন কম দেওয়া হয়। প্রতিবাদ করলে কাজ দেয় না। কাজ হারানোর ভরে কিছু বলি না আমরা।’

তিনি আরও বলেন, ‘সকাল-বিকাল কাজ করেই সময় যায়। কবে কোন দিবস যাচ্ছে, সেটা বলতে পারবো না। নারী দিবসের কথা আজ প্রথম শুনলাম। আমরা শ্রমিক মানুষ, নারী দিবস দিয়ে কী করবো। তবে নারী দিবসের কথা শুনে খুশি হলাম। এই দিনে কী হয়, তা বলতে পারবো না। উপজেলায় নারী দিবসের কোনও অনুষ্ঠান হয় কিনা, তাও জানি না। তবে নারী দিবসের দিন সরকারি ছুটি হলে ভালোই হতো। তবে বেতন কাটলে ছুটি দরকার নেই। একদিন কাজ না করলে পেটে ভাত যাবে না।’

একই ইটভাটায় কাজ করেন হাসমত মিয়া। তিনি বলেন, ‘নারী শ্রমিকরা পুরুষদের সমান কাজ করেন। তবে ভারী কাজ করতে কিছুটা সমস্যা হয় নারীদের। তবে একজন পুরুষ কাজে এসে পান, সিগারেট ও চা খেয়ে যে সময় পার করেন, সে তুলনায় নারীরা অনেক ভালো। সামান্য ব্যবধানের জন্য নারী শ্রমিকদের বেতন কমানো ঠিক হচ্ছে না।’

মজুরি বৈষম্যের বিষয়ে জানতে চাইলে মেসার্স ডিপিএস এন্টারপ্রাইজ ইটভাটার ম্যানেজার জয়নাল আবেদিন বলেন, ‘নারী শ্রমিকরা ভারী কাজ করতে পারেন না। তারা পুরুষের সমান কাজও করতে পারেন না। একটি ইঞ্জিন অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন হলে নারী শ্রমিকরা পারেন না। এজন্য মাত্র ৫০ টাকা কম দেওয়া হয়।’

বাসাইল উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি রাশেদা সুলতানা রুবি বলেন, ‘দেশের বিভিন্ন গার্মেন্টস, কারখানা ও ইটভাটাসহ বিভিন্ন জায়গায় নারীরা শ্রমিকের কাজ করছেন। তবে নারীরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। নারী শ্রমিকরা পুরুষের সমান কাজ করেন। তবু বৈষম্য করা হয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারীদের প্রতি বৈষম্য দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে নারী দিবসে সরকারি ছুটি থাকলেও বাংলাদেশে নেই। এদিন সরকারের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। তবে দিবসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরিতে আগ্রহী হয়ে কাজ করছেন শিক্ষিত নারী সমাজ। নারী দিবসে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক নারীদের নিয়ে অনুষ্ঠান করলে তারা আরও সচেতন হবেন। সেইসঙ্গে নারী দিবস ও তাদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে জানবেন তারা।’ 

ডিপিএস এন্টারপ্রাইজ ইটভাটায় কাজ করেন জল্পনা রানি, ঝুমা রানি, রেনু রানি ও শোভা রানি

১৯৯১ সাল থেকে নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করছি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘এখনও অনেকে নারী দিবস সম্পর্কে কিছুই জানেন না। তাদের সচেতন করতে হবে এবং বিষয়টি জানাতে হবে।’  

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কণিকা মল্লীক বলেন, ‘নারী দিবস উপলক্ষে আমরা আজ জেলায় ছয় জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছি। এ ছাড়া জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মাঠপর্যায়ে প্রান্তিক নারীদের দিবসটি সম্পর্কে জানানোর জন্য কাজ করছি আমরা।’

নারীরা এখন আর ঘরের কাজে সীমাবদ্ধ নেই উল্লেখ করে কণিকা মল্লীক বলেন, ‘তারা এখন বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছেন। তবে দুঃখের বিষয় হলো, এখনও নারীরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। নারীরা কাজে ফাঁকি দেন না, তবু তাদের পুরুষের চেয়ে বেতন কমিয়ে দেওয়া হয়। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এটি নিয়ে কাজ করছি।’

/এএম/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত
আইইউবিতে ‘নেতৃত্বে নারী’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান
সোনালী ব্যাংকে নারী দিবস উদযাপন
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি