X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে সন্তানহারা বাবার সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৭:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:১২

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে সন্তানহারা বাবার সংবাদ সম্মেলন ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুর্বৃত্তের হাতে খুন এক  শিশুর বাবা।  সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চার বছরের শিশু জুবায়ের হত্যা মামলার বাদী শিশুটির বাবা মধু সর্দার।

লিখিত বক্তব্যে মধু সর্দার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হরিণাকুন্ডু উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা গত বছরের ৩ নভেম্বর আমার চার বছরের ছেলে জুবায়েরকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে। এর দুদিন পর ৬ নভেম্বর ওই গ্রামের একটি পুকুর থেকে জুবায়েরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরে আদালতে ১১ জনকে আসামি করে মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে মধু সর্দার অভিযোগ করেন, মামলাটি এজাহার হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়ার জন্য হরিণাকুন্ডু থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এ নির্দেশ পাওয়ার পর থেকে ওসি মাহাতাব উদ্দিন তার  ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি-ধামকি দেন। এছাড়াও ক্রসফায়ারে হত্যার হুমকি দেন।

নিহত শিশুর বাবার অভিযোগ, ওসি মাহাতাব উদ্দিনের ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি।

এ ব্যাপারে আসামিদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মধু সর্দার। এছাড়াও মামলাটি হরিণাকুন্ডু থানার পরিবর্তে অন্য কোনও সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মধু সর্দারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘সংবাদ সম্মেলনে মধু সর্দার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।’

তিনি বলেন, ‘মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/বিটি/

আরও পড়ুন:

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’ 
সাত খুনের চার্জশিট: যেভাবে নেওয়া হয় হত্যার প্রস্তুতি

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা