X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

১ মার্চ থেকে খুলনা-বেনাপোল রুটে দিনে দু’বার ট্রেন চলাচল শুরু

যশোর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১

বাংলাদেশ রেলওয়ে

খুলনা-বেনাপোল রুটে দিনে দু’বার ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ১ মার্চ থেকে নতুন এ শিডিউলে ট্রেন চলাচল করবে। যশোর রেলস্টেশনের মাস্টার পুষ্পল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রতিদিন সকালে খুলনা থেকে একটি ট্রেন ছেড়ে আসতো ও দুপুরে বেনাপোল থেকে ফের ট্রেনটি খুলনায় ফেরত যেত। 

যশোর রেলের স্টেশন মাস্টার পুষ্পল চক্রবর্তী জানান, খুলনা-বেনাপোল রুটে কমিউটার ট্রেন নামে একটি সার্ভিস বিদ্যমান রয়েছে। এ ট্রেনটি প্রতিদিন ভোর ৭টায় খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। পথে যশোর স্টেশনসহ ৬টি স্টেশন থেকে যাত্রী উঠিয়ে সকাল ৯টায় বেনাপোল পৌঁছায়। এরপর সকাল ১০টায় বেনাপোল থেকে ট্রেনটি যশোরের উদ্দেশে ছেড়ে আসে। যশোর থেকে বেলা সাড়ে ১১টায় ফের বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায় ট্রেননি। এরপর দুপুর ২টায় বেনাপোল থেকে ট্রেনটি সরাসরি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যশোর রেলের স্টেশন মাস্টার পুষ্পল চক্রবর্তী জানান, আগামী ১ মার্চ থেকে নতুন শিডিউল অনুযায়ী ট্রেনটি খুলনা থেকে ভোর ৬টায় যাত্রা শুরু করে বেনাপোলে সকাল ৮টায় পৌঁছাবে। যাত্রা বিরতি দিয়ে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সরাসরি খুলনায় যাবে। সেখানে আবারো যাত্রা বিরতি দিয়ে যাত্রী নিয়ে ট্রেনটি আবার খুলনা থেকে-বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর বেনাপোল থেকে বিকেল ৫টায় ট্রেনটি যাত্রী নিয়ে আবারও খুলনায় চলে যাবে। এ ক্ষেত্রে বেনাপোল-যশোরের মধ্যে যে সার্ভিসটি এতদিন চলছিল তা বন্ধ হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা থেকে ভোর ৬টা ও বেনাপোল থেকে বিকেল ৫টায় ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। অভ্যন্তরীণ বাকি টাইমের শিডিউল দ্রুতই নির্ধারণ করে সব স্টেশনে ঝুলিয়ে দেওয়া হবে। যাতে যাত্রীরা অবগত হতে পারেন।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যাত্রী বৃদ্ধি পাওয়ায় ও তাদের দাবির কারণে দিনে দু’বার ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

/জেবি/

আরও পড়তে পারেন : এমপি লিটন হত্যা: কাদের খাঁনের বাড়ির তত্ত্বাবধায়ক গ্রেফতার



সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস