X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুয়েটে ‘আইসিসিএসটি-কেম ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুলনা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২

 

কুয়েটে ‘আইসিসিএসটি-কেম ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অতিথিবৃন্দ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কেমিক্যাল সায়েন্স অ্যান্ড  টেকনোলজি (আইসিসিএসটি-কেম ২০১৮)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল সাড়ে ৮টায় সম্মেলনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১টি কী-নোট সেশন এবং ১০টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন দেশের গবেষকদের মোট ৬৬টি টেকনিক্যাল পেপার এবং ১টি পোস্টার সেশনে ১৫৫টি পোস্টার উপস্থাপিত হবে।  সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কোরিয়া, ভারত ও বাংলাদেশের পাঁচ শতাধিক গবেষক, শিক্ষক ও  প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করবেন।

কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘কনফারেন্স থেকে অর্জন করা জ্ঞান কাজে লাগাতে পারলে  দ্রুত দেশের উন্নয়ন হবে। গবেষণার কোনও বিকল্প নেই। গবেষণা সম্ভাবনার নতুন দিগন্ত উম্মুক্ত করে।’

প্রফেসর ড. এম. মুহিবুর রহমান বলেন, ‘রসায়ন এমন একটি বিষয় যা বাদ দিয়ে বিজ্ঞানের উৎকর্ষ কল্পনা করা যায় না। বাংলাদেশে এখন বিশ্বমানের রসায়নবিদ তৈরি হচ্ছে, যা আমাদেরকে আনন্দিত করে।’

উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রোন ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউজিসি প্রফেসর ড. এম. মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আজিজুল ইসলাম। স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সেক্রেটারি প্রফেসর ড. মো. হাসান মোর্শেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সম্মেলনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে