X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচন: ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনেরও

এস এম সামছুর রহমান, খুলনা থেকে ফিরে
২১ মে ২০১৮, ২২:৪৩আপডেট : ২২ মে ২০১৮, ০৪:২০

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্র যেতে বাধা দানের অভিযোগ রয়েছে ইসলামী আন্দোলনেরও। আর এ কারণেই তারা প্রত্যাসা অনুযায়ী ভোট পাননি এমনটাই দাবি করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. মোজাম্মিল হক। সোমবার (২১ মে) বিকালে মোজাম্মিল হকের সঙ্গে নির্বাচনের পরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বাংলা ট্রিবিউনকে এমন অভিযোগ করেন।
মোজাম্মিল হক বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট দিতে পারেননি। নিরীহ জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার পথে জেনেছে তাদের ভোট হয়ে গেছে। বহু কেন্দ্র বন্ধ করে রাখা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আর ভোট ডাকাতি ও ভোট জালিয়াতিতো অনেক হয়েছে। ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মো. মোজাম্মিল হক হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আর এই নির্বাচনে তিনি ১৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
কেসিসি নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মোজাম্মিল হক ৪টি কেন্দ্রে দুটি করে ভোট পেয়েছেন। তিনি বয়রা আলহাজ মুনছুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ১৯৭টি ভোট পেয়েছেন।
এই ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘ভোটাররা ভোটকেন্দ্রে যেতে না পারার কারণে এমনটি হয়েছে। সকালের দিকে দুই-তিন ঘণ্টা ভালো ভোট হয়েছে তারপর একরকম অরাজকতা শুরু হয়।’
স্বাভাবিক ভোট হলে কত ভোট পেতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে কমপক্ষে ৩০ হাজার ভোট পেতাম।’
গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত নজরুল ইসলাম। তিনি পান ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। অবশ্য নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে আসছেন মঞ্জু।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা