X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০২:১০আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০২:১০




যশোর যশোর সদর উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে ইরাদত খান (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার জগন্নাথপুরে সোমবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হায়াৎ মাহমুদ জানান, সোমবার দুপুরে ইরাদত খান প্রতিবেশী ওই বৃদ্ধাকে ভাত রান্নার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বিকাল থেকে ওই বৃদ্ধাকে খুঁজে না পাওয়ায় প্রতিবেশীরা ইরাদতকে সন্দেহ করেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এতে উত্তেজিত হয়ে লোকজন তাকে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে সে স্বীকার করে যে, ওই বৃদ্ধার লাশ তার বাড়ির রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে রয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওই প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ইরাদত খানকে আটক করে বসুন্দিয়া মোড়ে গ্রাম্য ডা. আব্দুল হাইয়ের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে নেয়। বৃদ্ধার লাশ তাদের বাড়িতে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তা যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয়দের জানান, ইরাদত খান বছরখানেক আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে। তখন পুলিশ তাকে আটক করেছিল। কিন্তু হাইকোর্ট থেকে জামিনে বের হয় সে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হায়াৎ মাহমুদ আরও জানান, ইরাদতের চরিত্র খারাপ। সে একটি শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযুক্ত আসামি। এছাড়া কয়েক মাস আগেও ইরাদত একটি মেয়ের হাত ধরে টানাটানি করেছিল বলে অভিযোগ রয়েছে। এসব বিবেচনা করে ধারণা করা যেতে পারে বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর হত্যা করেছে সে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে