X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের মামলার খরচ চালাবে সরকার

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪



বিজ্ঞ প্যানেল আইনজীবীদের তালিকা দরিদ্রদের মামলার খরচ চালাবে সরকার। সেজন্য যেতে হবে জেলা আইনজীবী সমিতি অথবা জেলা লিগ্যাল এইড অফিসে। তারপর সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। ‘গরিব-দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’ এই প্রতিপাদ্য নিয়ে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম জানান, বাংলাদেশের নাগরিক, যাদের বছরে আয় ১ লাখ টাকার নিচে। সেসব ব্যক্তি বা পরিবার বিনামূল্যে মামলা চলমান রাখার সুযোগ পাবেন। দুস্থ-ভাতা ভোগীদের মামলার ব্যয়ভারও সরকার বহন করবে। যেসব ব্যক্তিবর্গ কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত, চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল— সেসব ব্যক্তিদের মামলার ব্যয়ও সরকার বহন করবে। এছাড়া যেসব মুক্তিযোদ্ধার বাৎসরিক আয় দেড় লাখ টাকার নিচে। তারাও এ সেবার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন।

বিনামূল্যে মামলার সেবা কীভাবে পাওয়া যাবে জানতে চাইলে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম বলেন, ‘সরকারি খরচে আইনগত সহায়তা দিতে ৫৮ জন বিজ্ঞ প্যানেল আইনজীবী নিয়োজিত রয়েছেন। এখন যারা বিনামূল্যে সেবা নিতে চান বা আগ্রহী। তারা তাদের নিজ এলাকার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের মেয়র বা চেয়ারম্যানদের কাছ থেকে আর্থিক অসচ্ছলতার সনদ বা সেবার উপযোগী সনদপত্র নেবেন। পরে জেলা আইনজীবী সমিতি অথবা জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করবেন। আইনজীবীরা তাদের সরকারি খরচে মামলা চলমান রাখার জন্য সব ধরনের সহযোগিতা করবেন।’

মতবিনিময় সভা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উপজেলা পরিষদের সহযোগিতায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএ হামিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা। এছাড়া জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাজেদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?