X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১০:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১১:০২



ছবি: সংগৃহীত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, তে-ভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি)। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। নড়াইল-যশোরের সীমান্তবর্তী এগারখানের বাঁকড়ী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই নেতার সমাধি। তার (অমলসেন) সমাধিস্থলের পাশে বাঁকড়ী স্কুল চত্বরে দু’দিনব্যাপী অমল সেন স্বরণমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানিয়েছে অমল সেন স্মৃতিরক্ষা কমিটি।

অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। শোষিত-নিপীড়িত কৃষক সমাজের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন সর্বদাই। নবম শ্রেণির ছাত্রাবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে জড়িয়ে পড়েন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়ন শাস্ত্রে অধ্যয়নকালে অভিভুক্ত কমিউনিষ্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং ওই বছরই জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। পৈত্রিক জমিদারির বিরুদ্ধে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এলাকার গরীব কৃষকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এই নেতা। কৃষকদের অধিকার আদায়ে তে-ভাগা আন্দোলনে অগ্রপথিকের ভূমিকা পালন করেন অমল সেন।

১৯৪৮ সালে অমল সেন কমিউনিস্ট পার্টি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। সেসময় তিনি পাকিস্তান মুসলিম লীগ সরকারের রোষানলে পড়েন এবং ১৯৫৬ সাল পর্যন্ত কারারুদ্ধ থাকেন। তিনি ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেন।

অমল সেন স্মৃতি রক্ষা কমিটি সূত্র জানায়, অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় বাঁকড়ীতে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সভাপতিত্ব করবেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ।

সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ১৮ জানুয়ারি মেলার দ্বিতীয় দিন দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ২টায় বিতর্ক প্রতিযোগিতা, ৩টায় কৃষক ক্ষেতমজুর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু