X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রেমিকাকে নিয়ে কথা বলায় বন্ধুকে হত্যা, কলেজছাত্রের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৭:৫৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:৫৬

প্রেম সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার আশাশুনিতে বন্ধুকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার দায়ে মোবাশ্বির হোসেন (২৩) নামের এক কলেজছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

পলাতক মোবাশ্বির সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে ও আশাশুনি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলার বিবরণে জানা গেছে, আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার ও একই গ্রামের মোবাশ্বির ছোটবেলা থেকে একইসঙ্গে পড়ালেখা করতেন। শোভনালী নলকুড়া বিলে তাদের দুই জনেরই পৈতৃক একটি মাছের ঘের রয়েছে। চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি ডিগ্রি কলেজ থেকে একইসঙ্গে এসএসসি ও এইসএসসি পাস করেছিলেন তারা। পরে চন্দ্রশেখর সাতক্ষীরা সরকারি কলেজে ও মোবাশ্বির আশাশুনি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন। আসামির সঙ্গে একই গ্রামের সনাতন ধর্মাবলম্বী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে অন্য ধর্মের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেম মেনে নিতে পারেননি চন্দ্রশেখর। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বাগবিতণ্ডা হতো দুই বন্ধুর।

এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৮ অক্টোবর রাতে বাড়ি থেকে চন্দ্রশেখরকে বাড়ির পাশের একটি ঘেরে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই মেয়েকে নিয়ে কথা উঠলে বাগবিতণ্ডার একপর্যায়ে বন্ধুকে মারধর করতে থাকে মোবাশ্বির। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘেরের পানির মধ্যে ফেলে দিয়ে আত্মগোপন চলে যান। পর দিন ওই ঘের থেকে লাশটি উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ। ২০ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পুলিশ রাতেই সাতক্ষীরার একটি বাসা থেকে মোবাশ্বিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। প্রেমের সম্পর্ককে ঘিরে বন্ধুকে হত্যার কথাও আদালতে স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যান।

এদিকে, গত বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার ওসি মো. গোলাম কবীর মোবাশ্বির হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন। মামলার নথি ও ১৪ জন সাক্ষীর জেরা-জবানবন্দি পর্যালোচনা শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার রায়ের প্রতিক্রিয়ায় নিহতের বাবা জানান, আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে তিনি খুশি নন। তবে উচ্চ আদালতে তিনি আপিল করবেন না বলে জানিয়েছেন।

সরকারি কৌঁসুলি আব্দুল লতিফ জানান, ঘটনার সময় আসামির বয়স ছিল মাত্র ২১। বয়স বিবেচনায় তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

/এফআর/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা