X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, প্রাণ গেলো একজনের

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ২২:২১আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২২:২১

সাতক্ষীরার শ্যামনগরে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় ওই পরিবারের আরও চার জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের গাইন পাড়ায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচ জন মারাত্মক অসুস্থ হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর মধ্যে আনসার গাজীর ছেলে মতিউর রহমানকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে  মারা যান। ওই পরিবারের বাকি অসুস্থরা হলেন- মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহীর হোসেন (৪)। তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরে মৃত আনসার আলীর ছেলে মতিউর রহমান বাজার থেকে সাগরের পটকা মাছ কিনে আনেন। দুপুরে রান্না করে তারা খাওয়া দাওয়া করেন। খাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় সবাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সবাইকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে জানান, বিকালের দিকে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতিতে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কুলিয়া এলাকায় মারা যান। পরিবারের বাকি চার জন সদস্যও আশঙ্কামুক্ত নন। তাদেরকেও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।

অসুস্থতার লক্ষ্মণের বিষয়ে এই চিকিৎসক বলেন, ‘সমস্ত শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হয়েছিল তাদের।’

ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম শোকর আলী বলেন, ‘পটকা মাছ খেয়ে মতিউর রহমানের মৃত্যু ও পরিবারের অপর চার জনের গুরুতর অসুস্থ হওয়ার খবর শুনেছি।’

/এফআর/
সম্পর্কিত
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা