X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি মেয়র খালেক আইসিইউতে

খুলনা প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৯:১২আপডেট : ০৭ মে ২০২২, ১৯:১২

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক শহরের শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়াবেটিস, ইউরিনে সমস্যা ও জ্বরের কারণে শনিবার (৭ মে) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের বিশেষ পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০নং শয্যায় চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো। হাসপাতালে তার সহধর্মিণী বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত রয়েছেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ বলেন, ‘মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়াবেটিস বেশি রয়েছে। একইসঙ্গে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে প্রচুর জ্বর হয়েছিল। বর্তমানে শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। লোকসমাগম কম রাখা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।’

এদিকে, খুলনা মহানগর আওয়ামী লীগের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় তালুকদার আব্দুল খালেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সকালে তার প্রস্রাবে ইনফেকশনের কারণে সুগার বেড়ে যায়। ফলে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ায় শরীরে অতিমাত্রায় জ্বর আসে। জ্বর অতিমাত্রায় দেখা দেওয়ায় তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রবিবার (৮ মে) তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে।

এদিকে, খুলনা মেয়রের অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল, মো. আশরাফুল ইসলাম, কামরুজ্জামান জামাল, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, রুনু ইকবাল, শেখ সৈয়দ আলী হাসপাতালে  তাকে দেখতে যান।

রোগমুক্তি কামনা করে খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তালুকদার আব্দুল খালেক। অপরদিকে, তালুকদার আব্দুল খালেকের রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ