X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সরকারি রাস্তার ১৫০০ ইট পুকুরে 

মোংলা প্রতিনিধি 
২৯ মে ২০২২, ০১:৪৩আপডেট : ২৯ মে ২০২২, ০১:৪৩

বাগেরহাটের মোংলায় এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে সরকারি রাস্তার ১৫০০ ইট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. শফিকুল ইসলাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 

স্থানীয় সূত্র ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই এলাকার ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ইটের সলিংয়ের রাস্তার কাজ চলছে। ওই রাস্তার ১৫০০ ইট একই এলাকার বাসিন্দা মো. হাসমতের কাছে বিক্রি করেছেন মেম্বার শফিকুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে হাসমতের বাড়ির পুকুর থেকে ইটগুলো উদ্ধার করা হয়। 

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) স্থানীয় কর্মকর্তা মো. মতিয়ার রহমান মোড়ল বলেন, এই প্রকল্পের অধীনে উত্তর চাঁদপাই এলাকায় তিনটি রাস্তার কাজ চলমান রয়েছে। এর মধ্যে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৫০০ ফুট ইটের সলিংয়ের রাস্তা থেকে ১৫০০ ইট স্থানীয় মেম্বার শফিকুল বিক্রি করে দিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে।

রাস্তার কাজের দেখভালের দায়িত্বে থাকা সংরক্ষিত নারী সদস্য রাবেয়া বেগম বলেন, তিনটি রাস্তা নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ২৫০০ ইট চুরি হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে হাসমতের বাড়ির পুকুর থেকে ১৫০০ ইট উদ্ধার করেছি আমরা। তবে বাকি এক হাজার ইট এখনও পাওয়া যায়নি। হাসমত আমাদের জানিয়েছেন তার কাছে ১৫০০ ইট বিক্রি করেছেন মেম্বার শফিকুল।

মো. হাসমত বলেন, আমি ইটগুলো মেম্বার শফিকুল ইসলামের কাছ থেকে কিনেছি। পরে সেগুলো পুকুরে রেখেছি। 

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শফিকুল ইসলাম বলেন, আমি এলাকায় ছিলাম না। তাই এ বিষয়ে কিছুই জানি না বলে ফোন কেটে দেন। এরপর তাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তার ইট তো হেঁটে হেঁটে পুকুরে যায়নি। অবশ্যই চুরি করে পুকুরে ফেলা হয়েছে। জনগণের জন্য আমরা রাস্তা করে দিচ্ছি, তাও যদি চুরি হয়ে যায় তা দুঃখজনক। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, কঠোর বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী