X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বামীকে খুঁজতে গিয়ে যৌন হয়রানির শিকার

মোংলা প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৩:৩১আপডেট : ০১ জুন ২০২২, ১৩:৪৩

বাগেরহাটের মোংলা উপজেলায় স্বামীর খোঁজে গিয়ে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদার।

এ ঘটনায় প্রণবের বিরুদ্ধে মঙ্গলবার (৩১ মে) মোংলা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দিয়েছেন ভুক্তভোগী নারী। 

অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে মেম্বার প্রণব কুমারের সঙ্গে চলাফেরা করতেন। কিন্তু গত দুই মাস ধরে তার কোনও খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। তাই মেম্বারের কাছে স্বামীর সন্ধানে যেতে থাকেন ওই নারী। এরপর থেকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছেন মেম্বার। তার বাড়িতে এসেও উত্ত্যক্ত করেন প্রণব। গত ৭ মার্চ থেকে ২৫ মার্চ টানা ১৯ দিন ওই নারীর মোবাইলে ফোনে কল করে কুপ্রস্তাব দেন মেম্বার। কল রেকর্ড শোনার পর ভুক্তভোগীর শ্বশুর ওই মেম্বারকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে গুম এবং ওই নারী এসিডে দগ্ধ করবে বলে হুমকি দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে প্রণব কুমার মজুমদার বলেন,‌ ‌‘সব ষড়যন্ত্র। ওই কল রেকর্ডগুলো এডিট করা’। 

এ বিষয়ে মিঠাখালী ইউনিয়নের উৎপল কুমার মন্ডল বলেন, ‘কল রেকর্ড শুনেছি। এটি প্রণব মেম্বারের কণ্ঠ মনে হয়েছে।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘কল রেকর্ড শুনেছি। ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা