X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরের পণ্য আনা-নেওয়া করবেন না পরিবহন মালিকরা 

বেনাপোল প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৯:১৩আপডেট : ০৭ জুন ২০২২, ২০:৩৬

তিন দফা দাবিতে বুধবার (৮ জুন) থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মসূচিতে বন্দর ব্যবহারকারী আরও সাতটি সংগঠন একাত্মতা জানিয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক জি এম আজিম উদ্দীন গাজী। এ সময় সংগঠনের সভাপতি আতিকুজ্জামান সনিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো– বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহার, বন্দরে পর্যাপ্ত ক্রেন, ফর্কলিফট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ, পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও বন্দর এলাকা যানজট মুক্ত রাখা।

জি এম আজিম উদ্দিন গাজী বলেন, ‘বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট না থাকায় পণ্য লোড-আনলোড ব্যহত হচ্ছে। এ কারণে গত ১৬ মের মধ্যে পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা করা না হলে, ১৭ মে থেকে বন্দরে পণ্য পরিবহন করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে উপপরিচালক মামুন কবীর তরফদারের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় ৩১ মে’র মধ্যে বন্দরে তিনটি নতুন ক্রেন ও তিনটি নতুন ফর্কলিফটের সরবারহসহ দক্ষ চালক নিয়োগের কথা জানানো হয়। কিন্তু আজ পর্যন্ত বন্দরে ক্রেন ও ফর্কলিফট সরবরাহ হয়নি। বন্দর কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনও সমাধান হয়নি ‘

দাবি আদায়ে বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথ আলোচনায় বুধবার থেকে আমদানি-রফতানিসহ সব পণ্য পরিবহন করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।  

এদিকে নিজের প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার। তিনি বলেন, আমার বিরুদ্ধে সংগঠনটি যে অভিযোগ করেছে, তা প্রমাণ করে তারা দেখাক। এ বিষয়ে আমার আর কোনও মন্তব্য নেই। 



/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী