X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নৌকাকে হারিয়ে হাতপাখা জয়ী

পটুয়াখালী প্রতিনিধি
১৬ জুন ২০২২, ০১:৫৯আপডেট : ১৬ জুন ২০২২, ০১:৫৯

দলীয় কোন্দল ও ত্যাগীদের অবমূল্যায়নের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলারসর ইউনিয়নে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ আব্দুর রহিম। এর মধ্য দিয়ে জেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী জয়ী হলেন। 

বুধবার (১৫ জুন) নবম ধাপের ইউপি নির্বাচনে ধুলারসর ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রহিম। রাতে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আব্দুর রহিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. মোদাচ্ছের হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৫৩ ভোট। এই ইউনিয়নে ১৪ হাজার ভোটার। প্রায় ৭২ শতাংশ ভোট পড়েছে ইভিএমে। চেয়ারম্যান পদে নৌকা ও হাতপাখাসহ প্রার্থী ছিলেন পাঁচ জন।

নাম প্রকাশ না করার শর্তে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে। নৌকা প্রতীক ত্যাগী কোনও নেতা পাননি। এজন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপির এক নেতাও প্রার্থী ছিলেন। তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকাকে হারাতে। তাই হয়েছে। 

এদিকে, বুধবার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের তিনটিতে নৌকা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দশমিনা ও কলাপাড়া উপজেলার দুটি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। 

এর মধ্যে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সালমা জাহান, ইটবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মোজাম্মেল হক জোমাদ্দার, জৈনকাঠি ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোহসীন, মৌকরন ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রাইসুল ইসলাম সেলিম ও লাউকাঠি ইউনিয়নে জয়ী হয়েছেন সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন।

দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নজির সরদার, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে নৌকার প্রার্থী আনসার উদ্দিন মোল্লা ও ধুলারসর ইউনিয়নে হাতপাখার প্রার্থী আব্দুর রহিম বিজয়ী হয়েছেন। 

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়। পটুয়াখালীর ৩ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এএম/ইউএস/
সম্পর্কিত
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২০৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
সর্বশেষ খবর
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী