X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়

‘রোদে টিকতে পারছি না, পুকুরে নেমে বসে আছি’

আবুল হাসান, মোংলা 
৩০ জুলাই ২০২২, ২১:৩১আপডেট : ৩০ জুলাই ২০২২, ২১:৪২

শ্রাবণ মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। প্রকৃতির নিয়মানুযায়ী এই সময়ে ভারী বর্ষণের কথা থাকলেও সূর্যের প্রখরতায় পুড়ছে দেশ। কয়েকদিন ধরে তাপমাত্রাও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বিরাজ করছে। শনিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়। ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে।

জানা গেছে, কয়েকদিন ধরে বাগেরহাটের মোংলায় চলছে প্রচণ্ড দাবদাহ। প্রখর তাপে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। গরমে রাস্তাঘাটেও মানুষ কমেছে। আবার ঘরেও থাকতে পারছেন না।

মোংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকার বাসিন্দা মো. আক্কাস আলী বলেন, ‘এখন শ্রাবণ মাস চলছে, বৃষ্টি তো হচ্ছেই না উল্টো প্রচণ্ড গরম। গরমে ঘরে থাকা যাচ্ছে না। তাই নাতি-পূতিদের নিয়ে পুকুরের পানিতে নেমে বসে আছি। পুকুরের পানিও গরম।’

দিগন্ত কলোনির বাসিন্দা কাঞ্চন মাঝি বলেন, ‘রোদের যন্ত্রণায় টিকতে পারছি না। কবরস্থানের সরকারি পুকুরের ঘাটে পানিতে নেমে বসে আছি। পুকুরের পানিও একহাত নিচে পর্যন্ত গরম।’

এ ছাড়া অবুঝ প্রাণীদেরও দেখা গেছে গাছের ছায়ায় আশ্রয় নিতে। শনিবার দুপুরে বন্দরের প্রশাসনিক ভবন এলাকায় দেখা গেছে, একটি গুইসাপ গরমে মাটির ওপর থেকে পাশের ড্রেনে নেমে পড়ছে। আর পৌর শহরের সামছুল হক সড়কে গরু আশ্রয় নিয়েছে গাছের ছায়ায়। গরমেও পানি খেয়ে তৃষ্ণা মিটছে না খেটে খাওয়া দিনমুজরদের। গরমে পানিশূন্যতাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন লোকজন।

পৌর শহরের ভ্যানচালক মো. মহিদুল ইসলাম বলেন, ‘গরমে ভ্যান চালাতে কষ্ট হয়। একবার যাত্রী টেনে ১০ মিনিট বিশ্রাম নিতে হচ্ছে। গরমে পানির পিপাসাও লাগছে। পিপাসা মেটানোর মতো খাবার পানি এখানে নেই। খাওয়ার জন্য যে পানি সরবরাহ করা হয় তাও পরিমাণে খুব কম। তাতে আমাদের পরিপূর্ণ তৃষ্ণাও মেটাতে পারছি না।’

পৌরসভার শিকারির মোড়ের বাসিন্দা মো. কবির বলেন, ‘গরমে প্রচণ্ড শরীর ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়েছে। শরীর দুর্বল হয়ে পড়ছে। আর পানি তো লবণ তা পান করেও পিপাসা মিটছে না।’

এ ছাড়াও গরমে মরার উপক্রম হয়েছে ঘেরের বাগদা মাছ। উপজেলার মিঠাখালী গ্রামের ঘের মালিক মোজাম্মেল ও নাজমুল হক বলেন, ‘দাবদাহে ঘেরের পানি গরম হয়ে মাছ মরে যাওয়ার অবস্থা হয়েছে। যদি দাবদাহ না কমে এবং বৃষ্টি না হয় তাহলে ঘেরের মাছ মরে যাবে।’

খুলনা ফুলতলা থেকে সাদা মাছ বিক্রি করতে আসা আব্দুল কুদ্দুস বলেন, ‘গরমে হাড়ির মাছ মরে যাচ্ছে, তাই পুকুরের পানি তুলে হাড়ির পানি পাল্টাচ্ছি। তা না হলে মাছ গরমে সব মরে যাবে। এখানে পুকুরের পানিও ভালো না।’

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। এর আগে, শুক্রবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলাতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিনের এই গরম কমে যাবে।’

/এফআর/
সম্পর্কিত
দেশের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত নিকলীতে
মাসজুড়েই বজ্রঝড়ের শঙ্কা
রাজধানীতে বৃষ্টি, হতে পারে শনিবার পর্যন্ত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো