X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আসছে কয়লা, আবারও উৎপাদনে যাচ্ছে রামপাল বিদ্যুৎকেন্দ্র

আবুল হাসান, মোংলা
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৯

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আসবে কয়লা। পানামা পতাকাবাহী ‘এমভি এস পাইনেল’ জাহাজে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা আসবে। জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করবে এবং সেখান থেকে ছোট লাইটার জাহাজে খালাস প্রক্রিয়া শুরু হবে। 

‘এমভি এস পাইনেল’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক মো. রিয়াজুল হক রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘গত ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে রওনা হয় ওই বিদেশি জাহাজ। আগামী ৮ ফেব্রুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করার পর জাহাজ থেকে আট দিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এরপর ১৬ ফেব্রুয়ারি ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আসবে আরও একটি বিদেশি জাহাজ। এই জাহাজের কয়লাও রামাপাল বিদ্যুৎকেন্দ্রে যাবে।’ 

নাম প্রকাশ না করার শর্তে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্রের যে আর্থিক জটিলতা ছিল, তা কেটে গেছে। কয়লার বকেয়া অর্থের ৯০ শতাংশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে। আর যে কয়লা এখন আসছে, সেগুলোর অর্থ পরিশোধের বিষয়েও সরকারের নিশ্চয়তা পাওয়া গেছে।’

বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদ একরাম উল্লাহ বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা সরবরাহ বিঘ্নিত হওয়ায় হঠাৎ বন্ধ হয়ে যায় রামপাল কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ডলার রিলিজ করতে কিছুটা সময় লাগায় এ সমস্যার সৃষ্টি হয়। তবে সে সমস্যা সমাধান হয়ে গেছে। কয়লা নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত কয়লা আসবে। ফলে জুন মাস থেকে আবারও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে রামপাল। এছাড়া দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে জোরেশোরে কাজ চলছে। সবমিলিয়ে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আরও কোনও সমস্যা হবে না।’

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, ‘কয়লা সংকট একটা অপারেশনাল ইস্যু। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, এই সংকট কেটে যাবে। আগামী তিন মাসের মধ্যে দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি চালু হবে।’

গত ১৪ জানুয়ারি ডলার সংকটের অভিযোগে কয়লা আমদানি না হওয়ায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ডলার সংকট দেখিয়ে লেটার অব ক্রেডিট (এলসি) ঋণপত্র খুলতে না পারায় কয়লার আমদানি বন্ধ আছে। এর জেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

এছাড়া বাণিজ্যিক উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় গত ১৪ জানুয়ারি সকাল থেকে কয়লা না থাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিট বন্ধ করে দেওয়া হয়। 

/এএম/
সম্পর্কিত
কয়লা পানিতে মিশে গেলে কি ‘দায় শেষ’
কয়লা নিয়ে পশুর নদে আবারও ডুবলো কার্গো জাহাজ
ভৈরব নদে ৮০০ মে.টন কয়লাসহ ডুবেছে জাহাজ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা