X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাস্তায় পড়েছিল অচেতন পোশাককর্মী, ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ২৩:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:৫৫

জামালপুর সাভারের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে জামালপুরের এক পোশাক শ্রমিককে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গাজীপুরের চানধরা এলাকায় পিকআপে ওঠার পর এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী। তার বাড়ি জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে।

হাসপাতালে ওই নারী বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টায় গার্মেন্টস ছুটি হলে তিনি আশুলিয়া থেকে বাসে এসে গাজীপুরের চানধরা এলাকায় নামেন। সেখান থেকে জামালপুরে আসার উদ্দেশে একটি পিকআপে ওঠেন। পিকআপে থাকা মাঝবয়সী এক লোক কোথায় যাবো জানতে চান। তিনি আগে সেনাবাহিনীতে চাকরি করেছেন বলে জানান। আমি জামালপুরে যাবো শুনে পিকআপ চালক বলে তারাও জামালপুরে যাবে। পিকআপ গাড়িটি চানধরা থেকে ছাড়ার পর কিছু দূর গিয়ে অন্য যাত্রীরা নেমে যায়। তখন পাশে থাকা ওই যাত্রী একটি ফলের জুসের প্যাকেট কেনেন। পরে সেটি আমাকে খেতে দেন। প্রথমে না করলেও জোরাজুরি করায় জুস খাই। এরপরই অজ্ঞান হয়ে যাই। পরদিন শুক্রবার ভোরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকা থেকে অচেতন অবস্থায় আমাকে স্থানীয়রা উদ্ধার করেন। আমার গলায় পরিচয়পত্রে থাকা মোবাইল নম্বরে ফোন করে গ্রামের বাড়িতে স্বজনদের জানানো হয়। একইসঙ্গে স্থানীয়রা আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে শুক্রবার সকালে স্বজনরা সাগরদিঘি থেকে আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শনিবার বিকালে আমাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।’ স্বজনরা ধারণা করছেন, তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে।
মেয়েটির মা জানান, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। দেখে মনে হচ্ছিল আধমরা হয়ে গেছে। তার গোপনাঙ্গে ক্ষত দেখা গেছে। তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। নির্যাতনকারীরা তার ব্যাগে থাকা একজোড়া রুপার নূপুর, একসেট জামা, নগদ প্রায় পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।

জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. হাবিবুর রহমান ফকির এ প্রতিবেদককে বলেন, ‘তার ঘোর এখনও কাটেনি। তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনরা ধর্ষণের অভিযোগ করলেও পরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করেছেন নার্সরা। ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন। ওই নারীর জ্ঞান ফিরলেও দাঁড়ানোর শক্তি নেই। স্মরণশক্তিও লোপ পেয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান বলেন, ‘একজন এসআই হাসপাতালে গিয়ে ওই নারীর পরিচয় ও সব তথ্য সংগ্রহ করেছেন। ঘটনাস্থল সাগরদিঘি ঘাটাইল থানায় হওয়ায় মামলা সেখানে করার পরামর্শ দেওয়া হয়েছে স্বজনদের।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র