X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালের করোনা আইসিইউ নিয়ে তদন্ত কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মে ২০২১, ১৪:০৮আপডেট : ০৩ মে ২০২১, ২৩:২৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা সেবার বেহাল অবস্থা বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরুল হাসান রবিকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন নেফ্রোলজি বিভাগের ডা. হাসানুল ইসলাম আকাশ ও মেডিক্যাল অফিসার ডা. আমিন ইসলাম নূর। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দীন ফরাজী। তিনি বলেন, বাংলা ট্রিবিউনে আইসিইউয়ের সেবা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে হাসপাতালের পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে এ বিষয়ে জেলা বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া জানান, আইসিইউ পরিচালনার জন্য দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। পুরোনো যারা ছিলেন তারাই কাজ করছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা দায়িত্ব যথারীতি পালনের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনও অবহেলা থাকলে বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের তাগিদ দেন তিনি।

মেয়াদোত্তীর্ণ মানহীন টেস্টিং কিট ও রিএজেন্ট ব্যবহার

এরআগে, গত ১ মে দেশের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‌‌‌‌‌‌‌‌‌‘ময়মনসিংহ মেডিক্যালে নামকাওয়াস্তে আইসিইউ সেবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়। গত ১ মে রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির 'একাত্তর জার্নাল' টকশোতেও এ নিয়ে আলোচনা হয়। ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম বলেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে তিন কার্যবিসের মধ্যে প্রতিবেদন দেবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেবে। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের ফলে আইসিইউ সেবার মান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
আরও ৪৭ জনের করোনা শনাক্ত
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস