X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র শান্ত এখন সবজি বিক্রেতা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৭ মে ২০২১, ১৮:৪০আপডেট : ১৭ মে ২০২১, ১৮:৪০

‘করোনার কারণে এক বছরের ওপরে হলো স্কুল আর শ্রেণিকক্ষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। লকডাউনে বৃদ্ধ বাবাও ভ্যান চালাতে পারছেন না। অসুস্থ হয়ে ঘরের বিছানায় শয্যাশায়ী। অর্থাভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। সংসারের হাল ধরতে ধারে টাকা নিয়ে জয়বাংলা বাজারে দোকান বসিয়ে সবজি বিক্রি করছি। সবজি বিক্রির আয় দিয়েই এখন কোনওমতে সংসারটা চলে যাচ্ছে। ব্যস্ততায় লেখাপড়া করার সুযোগ হয় না। সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়ি। আবারও পরের দিন বেগুনবাড়ি চরাঞ্চল থেকে সবজি এনে দিনব্যাপী দোকানে তা বিক্রি করি।’

ময়মনসিংহ সদরের বাহাদুরপুর আলাল উদ্দিনের পুত্র ও মুক্তাগাছা রামকিশোর (আরকে) হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. জোনায়ীদ হাসান শান্ত জয়বাংলা বাজারের দোকানে সবজি বিক্রি করতে করতে বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে এসব কথা বলছিলো।

শান্ত জানায়, সংসারে বাবা-মা, বড় বোন আফরিন আক্তারকে বিয়ে দিয়েছি ও ছোট হাবিবা আক্তার জান্নাতকে মাদরাসায় পড়াচ্ছি। বৃদ্ধ বাবা ভ্যান চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে ঘরে শয্যাশায়ী হয়ে আছেন। সবজি বিক্রির টাকায় কোনওমতে সংসার চলছে। কিন্তু অর্থাভাবে বাবার চিকিৎসাও করাতে পারছি না। করোনাকালীন সময়ে সরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে কারও কোনও সহায়তাও পাওয়া যায়নি।

করোনা পরিস্থিতি ভাল হওয়ার পর সংসার সামলে আবারও স্কুলে লেখাপড়া করার সুযোগ হবে কিনা, তা জানা নেই দাবি করে শান্ত জানায়, শুধু সে না, তার অনেক গরীব সহপাঠীই বর্তমানে নানা কর্মে লিপ্ত হয়েছে। এভাবেই অনেক শিক্ষার্থী ঝরে পড়ার কথা জানায় সে। ঝরে পড়া তার মতো শিক্ষার্থীদের জন্য সরকার আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালে হয়তোবা নতুন করে আবারও লেখাপড়ায় মনোযোগী হতে পারবে সবাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল মিয়া জানান, শান্তর পরিবার সমাজের একেবারেই অসহায় অবস্থায় দিনযাপন করছে। ওর বাবাও অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। এদের মতো ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বাংলা ট্রিবিউনকে জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় গরীব পরিবারের অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড বিশেষ কিছু করার কথা ভাবছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ