X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাম কেন ‘মেসি’ দাম কেন ১০ লাখ?

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৬ জুলাই ২০২১, ১০:০৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:০৪

দেখতে আকর্ষণীয় হওয়ায় শখের বশে বছর খানেক আগে খর্বাকৃতির ষাঁড়টি কিনেন সরকারি চাকরিজীবী আজিজুর রহমান। আদর করে প্রিয় ফুটবল তারকার নামের সঙ্গে মিল রেখে নাম রেখেছেন ‘মেসি’। ২৭ ইঞ্চি উচ্চতা ২৪ ইঞ্চি লম্বা ‘মেসি’ চার বছরে এত জনপ্রিয় হয়ে উঠবে ভাবেননি আজিজুর রহমান। ইতোমধ্যে চার লাখ টাকা দাম উঠেছে ‘মেসির’। ১০ লাখ টাকা হলে বিক্রি করবেন মালিক।

খোঁজ নিয়ে জানা যায়, চার বছর বয়সী ষাঁড়টি ক্ষিপ্রগতিসম্পন্ন। আশপাশের কয়েক গ্রামের মানুষ ষাঁড়টি দেখতে ভিড় জমান প্রতিদিন। আকারে ছোট হওয়ায় খাবার তুলনামূলক কম খায়। প্রতিদিন ঘাসের পাশাপাশি খৈল, ভুসি ও ছানা বুট খায় ষাঁড়টি।

‘মেসির’ মালিক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের আজিজুর রহমান। তিনি খালিয়াজুরী উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত। শখ করে গবাদিপশু ও পাখি পালন-পালন করেন। শখের বশে বছর খানেক আগে তিন বছর বয়সী খর্বাকৃতির ষাঁড়টি ৪০ হাজার টাকায় কিনেছেন। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় প্রিয় ফুটবল তারকার নামের সঙ্গে মিল রেখে ‘মেসি’ নাম রেখেছেন আজিজুর।

আজিজুর রহমান বলেন, ‘মেসির নাম রাখার কারণ হলো ষাঁড়টি আকারে খুবই ছোট। কিন্তু অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন। খুবই শক্তিশালী। বেশির ভাগ সময় দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি যেমন বল নিয়ে দৌড় দিলে কেউ আটকাতে পারে না, তেমনি ষাঁড়টির একই অবস্থা। দৌড় দিলে তাকে ধরা যায় না। মূলত মেসির মতো দৌড়ের কারণে তার নাম রাখা হয়েছে মেসি।’

কমলপুর গ্রামের বাসিন্দা কামাল বলেন, ‘মেসির নাম ছড়িয়ে পড়ায় আশপাশের শত শত মানুষ প্রতিদিন দেখার জন্য আসে। মেসির কারণে গ্রামের নাম চারদিকে ছড়িয়ে পড়ছে।’

দেখতে ছোট হলেও আকর্ষণীয় হওয়ায় চাহিদা আছে ‘মেসির’। তাই এটিকে কিনতে চান স্থানীয় খামারি মাহবুব আলম। তিনি বলেন, ‘মেসি মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই মেসিকে কিনে নিয়ে নিজের খামারে পালতে চাই। চার লাখ টাকা দাম বলেছি। কিন্তু মালিক ১০ লাখ টাকা চান। এত দাম দিয়ে আমি কিনতে পারবো না।’ 

মা গাভির তিন নম্বর বাছুর ছিল ‘মেসি’। মা গাভির কোনও ত্রুটি ছিল না। কিন্তু জেনিটিক কারণে এটি ছোট হতে পারে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খোরশেদ দেলোয়ার। 

তিনি বলেন, ‘আকারে ব্যতিক্রম হওয়ায় চাহিদা বেশি। সংবাদ মাধ্যমে খবর পেয়ে বহু মানুষ ষাঁড়টি দেখতে আসছে। লম্বা এবং উচ্চতায় ছোট হলেও এটি খুবই শক্তিশালী। খুব দৌড়াতে পারে। এটি প্রজনন ক্ষমতাসম্পন্ন।’

 

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস