X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হরিজন, ঋষি ও বিন সম্প্রদায়ের সমস্যা নিয়ে শ্বেতপত্র প্রকাশ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৬

পিছিয়ে পড়া ময়মনসিংহের হরিজন, ঋষি ও বিন সম্প্রদায়ের ১০টি সমস্যা নিয়ে গবেষণার মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। গবেষণায় উঠে আসা ১০টি সমস্যা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর কাছে শ্বেতপত্র উপস্থাপন করা হয়েছে। 

মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড’র কারিগরি সহায়তায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার পিসিসির উদ্যোগে সোমবার (৩ জনুয়ারি) বিকালে ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্বেতপত্রের ১০টি সমস্যার কথা উপস্থাপন করেন গবেষক দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. ফকির আজমল হুদা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক গ্রেনার মারাক, মানবাধিকার জোটের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদ হেলেন, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা আনসারী, প্রতিবন্ধী আত্ম-উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল, স্থানীয় মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

শ্বেতপত্রে ১০টি সমস্যার মধ্যে রয়েছে হরিচাঁদ ঋষি ও বিন সম্প্রদায়ের মানুষের আবাসন, শিক্ষা, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন ও কর্মসংস্থানের সমস্যা সমূহ। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সিটি মেয়রকে অনুরোধ জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের নানা সমস্যা নিয়ে বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। শ্বেতপত্রে উল্লেখিত ১০টি সমস্যার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

হরিজন, ঋষি ও বিন সম্প্রদায়ের মানুষের সমস্যা তুলে ধরতে গবেষণায় যারা অংশ নিয়েছেন তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদ, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়