X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২০:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২১:০৩

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের শহীদ মিনার এলাকায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ধর্ষণের শিকার কিশোরীদের সহপাঠী, এলাকাবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন অংশ নেয়। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এরপর সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

সমাবেশে বাগাছাস’র উপজেলা শাখার সাবেক সভাপতি পলাশ রিচিল বলেন, দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই দুই কিশোরীকে ‘সাহসী কন্যা’ আখ্যা দিয়ে স্কুলে যেতে দুটি বাইসাইকেল দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা দুই কিশোরীর পরিবারের পাশে আছি। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে হালুয়াঘাট থেকে গত ২৭ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর স্থানীয় ১০ যুবককে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করে ভিকটিমদের পরিবার। 

মামলার আসামিরা হলো, উপজেলার রিয়াদ মিয়া (২২), শরিফ উদ্দিন (২০), মিয়া হোসেন (২০), রুকন উদ্দিন (২১), রমজান আলী (২১), মো. কাওসার (২১), আছাদুল মিয়া (১৯), শফিকুল ইসলাম (২১), মো. মিজান মিয়া (২২) ও মামুন মিয়া (২০)। ঘটনার নয় দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, দুই কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেফতার করবে পুলিশ।

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা