X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে মরিচের বাম্পার ফলন, তবু লোকসানের শঙ্কা

জামালপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

জামালপুর জেলায় এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে। জেলার সদর, বকশিগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, ও দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলে চলতি মৌসুমে মরিচের ব্যাপক আবাদ হয়েছে। তবে বাম্পার ফলন হলেও দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন কৃষক।

জামালপুর কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে জামালপুর সদর উপজেলাসহ প্রায় সব উপজেলাতে মরিচের ব্যাপক চাষ হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক এবং শ্রমিক খরচ মিটিয়ে যে দামে মরিচ বিক্রি করতে হচ্ছে তাতে তাদের লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে কাঁচা মরিচ পাইকারি বাজারে প্রতি কেজি ২০-২৫ টাকা ও খুচরা বাজারে প্রতি কেজি ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জামালপুরে মরিচের বাম্পার ফলন, তবু লোকসানের শঙ্কা

মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মরিচ চাষি আব্দুল বাকের মণ্ডল, ফজলুল হক, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম জানান, এ বছর তারা প্রায় এক একর করে জমিতে মরিচ চাষ করেছেন। ফলনও বেশ ভালো। প্রতি একর জমি চাষ করতে ৪৫-৫০ হাজার টাকা খরচ হয়েছে। অন্যান্য বছর প্রতি একর জমির মরিচ কৃষকের কাছ থেকে ৯০-৯৫ হাজার টাকায় কিনে নেন পাইকাররা। তবে এ বছর এখনও পাইকার আসা শুরু করেনি।

স্থানীয় কৃষকরা জানান, শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় এবার মরিচ চাষে উৎপাদন খরচও বেড়েছে। লাভের আশায় চাষিরা এখন ক্ষেত থেকে মরিচ উঠিয়ে বিক্রি করতে শুরু করেছেন। তবে বাজারে দাম অনেকটা কম বলেও জানান তারা। জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার, হাজিপুর বাজার, তুলশিপুর বাজার ও বাঁশচড়া বাজার কাঁচা মরিচের জন্য বিখ্যাত। এসব বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা মরিচ কিনতে আসেন।

জামালপুরে মরিচের বাম্পার ফলন, তবু লোকসানের শঙ্কা

সিরাজগঞ্জ থেকে মরিচ কিনতে আসা পাইকার ছানোয়ার হোসেন ছানু জানান, বছরের অর্ধেক সময় এসব হাট থেকে মরিচ কেনেন তিনি।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নিতাই চন্দ্র বণিক বলেন, ‘এ বছর জেলায় আট হাজার ২০০ হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে সাত হাজার ৯৮৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে মরিচ আবাদ হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের কারণে চলতি মৌসুমে জেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
কমছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি
বাজারে শীতের সবজি, বিক্রি হচ্ছে চড়া মূল্যে
বাজারে শীতের সবজি এলেও কমছে না দাম
সর্বশেষ খবর
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট