X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিরকুটে ‌‘ধর্ষকের’ নাম লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ২২:২৪আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:২১

জামালপুরের মেলান্দহে ঘর থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা করেছেন নিহত শিক্ষার্থী বাবা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন (২৫) উপজেলার মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করতো।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত তামিম বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বান্ধবীদের মাধ্যমে মোবাইল ফোনে কল করে ওই ছাত্রীকে বাড়ি থেক ডেকে নিয়ে যায়। এরপর সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়ির কক্ষে দিনভর আটকে রেখে ধর্ষণ করে। বিকালের দিকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে ভুক্তভোগী নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে কোনও সাড়াশব্দ না পেয়ে মা জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।

পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর ওই ছাত্রীর ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাই রাখছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করতো ও আমাকে বলেছে, ওর সঙ্গে দেখ করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে যা বলার মতো না।’

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, এই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, ঘটনার প্রতিবাদসহ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মেলান্দহ উপজেলার শাহজাতপুর এলাকায় শুক্রবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন। প্রথমে তারা শাহজাতপুর গ্রামে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল থানার সামনে যায়।

/এফআর/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা