X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধে মাদ্রাসার অফিস কক্ষে তালা

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২৩:০৭আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২৩:০৭

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরার আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। রবিবার (১৭ এপ্রিল) সকালে অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। পাশে রয়েছে মসজিদ এবং ঈদগাহ মাঠ। সম্প্রতি মসজিদ ও মাদ্রাসার মাঠে চারতলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়। এই জায়গা নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়েছে আদালতে। নির্মাণকাজ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে জমিদাতা দাবিদার মরহুম আবদুল বারেকের স্ত্রী শামসুন্নাহার সিদ্দিকার পরিবারের লোকজন মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহাবুদ্দিন আহম্মদ বলেন, ‌‘প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে শিক্ষার্থী এবং শিক্ষকরা মাদ্রাসায় এসে দেখেন অফিস কক্ষে তালা ঝুলছে। অফিস কক্ষে একাধিক তালা লাগিয়ে শামসুন্নাহার সিদ্দিকার পরিবারের লোকজন নির্মাণকাজের বালু ও মাটি পুকুরে ফেলে দেন।’ 

তিনি আরও বলেন, ‘অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ করা যায়নি। ফরম পূরণ না করে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। বিষয়টি মাদ্রাসার কমিটির সভাপতি ও সদস্যদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, ‘মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থী এবং এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

/এএম/
সম্পর্কিত
উত্তর প্রদেশে মাদ্রাসা নিষিদ্ধে রায়
রোজার শুরুতে খোলা থাকবে মাদ্রাসা
চাকরি না করেই নিয়েছেন বেতন-ভাতা, শখ অধ্যক্ষ হওয়া
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’