X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশাসক হয়ে পৌরসভার দায়িত্ব নিলেন ইউএনও

জামালপুর প্রতিনিধি
২৬ মে ২০২২, ২১:৪৫আপডেট : ২৬ মে ২০২২, ২১:৪৫

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। দেওয়ানগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ায় ইউএনওকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ মে ) বিকাল ৪টায় পৌর ভবনের মেয়রের কার্যালয়ে ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরে আলম সিদ্দিকীর জুয়েলের থেকে দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও কামরুন্নাহার শেফা।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৪ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুখ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন বলা হয় , স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৪ অনুযায়ী, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত পরিষদ বিলুপ্ত করা হয়েছে। পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৪২ সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন ) আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হলো।  

উল্লেখ্য, সাবেক মেয়র শাহ নেওয়াজ শাহেন শাহ মাধ্যমিক অফিসার মেহের উল্লাহকে থাপ্পড় দিয়ে বরখাস্ত হন তারপর থেকে জুয়েল দায়িত্ব পালন করছিলেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে দেওয়ানগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ দেড় বছর আগেই শেষ হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছিল কিন্ত একজন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন স্থগিত করে। এরপর মামলা জটিলতায় পৌর নির্বাচন এখনও ঝুলে আছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া