X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পিটিয়ে হত্যার অভিযোগ: ৯ পুলিশসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

নেত্রকোনা প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২৩:০২আপডেট : ২৫ জুলাই ২০২২, ২৩:০২

খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের সজিবুল তালুকদারকে (৪৪) পিটিয়ে হত্যার অভিযোগে খালিয়াজুরী থানার তিন এসআই, এক এএসআই, পাঁচ কনস্টেবলসহ ১৬ জনকে আসামি করে খালিয়াজুরীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (৩) মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ জুলাই বল্লী গ্রামের মৃত খোরশেদ তালুকদারের ছেলে নিহত সজিবের ছোটভাই সাজিবুল তালুকদার (৪১) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 

আদালতের বিচারক তনিমা রহমান অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী ২১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বল্লী গ্রামের মৃত খোরশেদ তালুকদারের ছেলে সজিবুল তালুকদার তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে মালেক জিরাতির বসতবাড়ির পেছনে বসে গল্প করছিলেন। এ সময় ফতুয়া গ্রামের মৃত ধুধু মিয়ার ছেলে আব্দুল কদ্দুছের (৪৭) প্ররোচণায় খালিয়াজুরী থানার এসআই (নিঃ) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজিবুল তালুকদারসহ তার সাত সঙ্গীকে আটক করে। পরে আটকদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলেন পুলিশ সদস্যরা। পরে থানায় নেওয়ার সময় এসআই আব্দুল জলিল আটক সজিবুল তালুকদারের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সজিবুল টাকা দিতে অস্বীকার করায় লাঠি দিয়ে তাকে বেধড়ক  পেটানো হয়। এতে তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ লাশ গুম করার উদ্দেশ্যে মৃত সজিবুলকে বন্যার পানিতে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শীরা অনেক খোঁজ করার পর সজিবুলের লাশ নতুন পাড়া মসজিদের দক্ষিণে উজারী বনের পানি থেকে উদ্ধার করে। রাতে পুলিশ বাদীর বাড়িতে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে এ ঘটনায় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে অভিযোগ দায়ের করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, মামলার বিষয়টি শুনেছি। তবে কোনও কাগজ হাতে আসেনি। প্রাথমিকভাবে হয়তো পিবিআইকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনার কাগজ হাতে পেলে বিস্তারিত জানানো যাবে। তবে তদন্তে দোষী হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া